বিরল রোগে আক্রান্ত হয়েছিল শিশুটি । বাঁচানোর জন্য অনেক চেষ্টা করা হলেও শেষপর্যন্ত ব্যর্থ চিকিত্সকরা । মারা গেল ১১ মাসের শিশু বেদিকা শিন্ডে । পুণের এই শিশুকন্যার চিকিত্সার জন্য দেড় মাস আগে ১৬ কোটি টাকার ইঞ্জেকশন দেওয়া হয়েছিল । কিন্তু তাতেও অবশ্য কোনও লাভ হয়নি ।
চিকিত্সকরা জানিয়েছিলেন, ইঞ্জেকশন নেওয়ার পর কিছুটা সুস্থ হয়েছিল শিশুটি । কিন্তু আচমকাই তার শরীরে অক্সিজেনের মাত্রা কমতে থাকায় নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই মৃত্যু হয় ১১ মাসের বেদিকার ।
বেদিকার চিকিত্সার জন্য অনুদান এসেছিল গোটা দেশ থেকেই । মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ১৬ কোটি টাকার ইঞ্জেকশন আনানো হয়েছিল । এই বিরল রোগের খরচ সামলানো অত্যন্ত কঠিন । তাই অসংখ্য মানুষ বেদিকার পরিবারের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন । ওই ১৬ কোটির ইঞ্জেকশন শেষপর্যন্ত জোগাড় করতে পারলেও নিজের সন্তানকে বাঁচাতে পারলেন না বেদিকার বাবা-মা ।
Post A Comment:
0 comments so far,add yours