দু হাতে অস্ত্র নিয়ে হোয়াটসঅ্যাপ group এ ছবি! পুলিশের নজরে আসায় অস্ত্র-সহ গ্রেফতার হল এক দুষ্কৃতী। মানিকতলা থানার পুলিশের হাতে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। পুলিশের দাবি, হোয়াটসঅ্যাপ group খুলে অস্ত্র কেনা-বেচা করছিল দুষ্কৃতীরা। হোয়াটসঅ্যাপ group এ ছবি দেখে, পোশাক ও ঘড়ি দেখে এক দুষ্কৃতীকে চিহ্নিত করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র। আরেকটি অস্ত্রের খোঁজ করতেই ধৃত জানায়, সেটা রাখা আছে খুনে অভিযুক্ত ভাটপাড়ার এক দুষ্কৃতীর বাড়িতে। সেখানে তল্লাশি চালিয়ে অবশ্য অস্ত্র উদ্ধার হয়নি। পলাতক খুনে অভিযুক্ত ওই দুষ্কৃতীও। কয়েকদিন আগেই, এক যুব তৃণমূল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে ভাটপাড়ায়। অভিযোগ, রাস্তায় দলবল নিয়ে তাঁর ওপর হামলা চালায় স্থানীয় দুষ্কৃতীরা। গুলি আঙুল ছুঁয়ে বেরিয়ে যায়। বরাত জোরে প্রাণে বাঁচেন তিনি। এছাড়াও ভাটপাড়ায় দুষ্কৃতীরাজ চলছেই। সেখানে অস্ত্রের যোগান এই দুষ্কৃতীরাও দিত কিনা, খতিয়ে দেখছে পুলিশ।
দু হাতে অস্ত্র নিয়ে হোয়াটসঅ্যাপ group এ ছবি! পুলিশের নজরে আসায় অস্ত্র-সহ গ্রেফতার হল এক দুষ্কৃতী। মানিকতলা থানার পুলিশের হাতে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। পুলিশের দাবি, হোয়াটসঅ্যাপ group খুলে অস্ত্র কেনা-বেচা করছিল দুষ্কৃতীরা। হোয়াটসঅ্যাপ group এ ছবি দেখে, পোশাক ও ঘড়ি দেখে এক দুষ্কৃতীকে চিহ্নিত করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র। আরেকটি অস্ত্রের খোঁজ করতেই ধৃত জানায়, সেটা রাখা আছে খুনে অভিযুক্ত ভাটপাড়ার এক দুষ্কৃতীর বাড়িতে। সেখানে তল্লাশি চালিয়ে অবশ্য অস্ত্র উদ্ধার হয়নি। পলাতক খুনে অভিযুক্ত ওই দুষ্কৃতীও। কয়েকদিন আগেই, এক যুব তৃণমূল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে ভাটপাড়ায়। অভিযোগ, রাস্তায় দলবল নিয়ে তাঁর ওপর হামলা চালায় স্থানীয় দুষ্কৃতীরা। গুলি আঙুল ছুঁয়ে বেরিয়ে যায়। বরাত জোরে প্রাণে বাঁচেন তিনি। এছাড়াও ভাটপাড়ায় দুষ্কৃতীরাজ চলছেই। সেখানে অস্ত্রের যোগান এই দুষ্কৃতীরাও দিত কিনা, খতিয়ে দেখছে পুলিশ।
Post A Comment:
0 comments so far,add yours