মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কামারহাটি আঞ্চল সেচ্ছাসেবী সংস্থা রানী লক্ষ্মিবাঈ মহিলা সমিতির তরফে বিধায়ক কিচেন অনুস্ঠিত হয়ে আসছে। গত ৩০ তারিখ থেকে রোজ ২০০০ মানুষের মধ্যে খাদ্য বিতরণ করা হয়।
আজ রাতে ছিল সেই অনুস্ঠানের সমাপ্তি। অনুস্ঠানটির শুভ সূচনা করেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। আজ মঞ্চলবার ছিলেন কামারহাটি পৌরসভার মুখ্য প্রসাশক মন্ডলির প্রধান গোপাল সাহা। সেচ্ছাসেবী সংস্থা রানী লক্ষ্মীবাঈ মহিলা সমিতির কর্নধার শ্রীমতি নির্মলা রাই বলেন মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরনায় দরিদ্র মানুষের জন্য তার সংস্থা এই খাদ্য বিতরন শুরু করেছেন, রোজ প্রায় ২০০০ মানুষের মধ্যে তা বিতরণ করা হচ্ছে। তিনি আরও বলেন মানুষের সেবায় তার এই রানী লক্ষ্মিবাঈ মহিলা সমিতি নানান ধরনের সামাজিক অনুস্ঠান নিয়মিত ওই এলাকায় বজায় রাখবেন। ইতিমধ্যেই অবশ্য এই সংস্থাটির বিভিন্ন জনহিতকর কাজ প্রশংসা
স্হানীয় মানুষের কাছে
Post A Comment:
0 comments so far,add yours