এতদিন টিকা নিতে গেলে কেন্দ্রীয় সরকারের কো-উইন অ্যাপে রেজিস্টার করতে হত। কিন্তু এবার রেজিস্টার করা হচ্ছে আরও সহজ। এবার হোয়াটসঅ্যাপের মাধ্যমেই টিকা নেওয়ার বুকিং করতে পারবে দেশের মানুষ। অনেকেই কো-উইন পোর্টালে স্লট বুকিংয়ের ক্ষেত্রে ঠিক সড়গড় নন। তাঁদের জন্য হোয়াটসঅ্যাপ একেবারে ঠিকঠাক।

কীভাবে স্লট বুকিং করতে হবে তা বলে দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। প্রথমে ৮৩৩৫৯৯৯০০০ নম্বরটি নিজের মোবাইলে সেভ করতে হবে, এরপর ওই নম্বরে হোয়াটসঅ্যাপে লিখে পাঠান 'বুক স্লট' (Book Slot)। এসএমএসের মাধ্যমে আপনার ফোনে একটি ছয় অঙ্কের ওটিপি আসবে। ওটিপি দিলেই আপনাকে দিনক্ষণ, জায়গা সহ সমস্ত তথ্য জানিয়ে দেওয়া হবে। এর মধ্যে আপনার পছন্দমতো স্লট বুকিং করে নিন এবং নির্ধারিত সময়ে টিকা নিয়ে নিন।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours