ইংরেজি ২৮.০৮.২০২১ তারিখ সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার মাননীয় শ্রী ভাস্কর মুখার্জি মহাশয়ের তত্বাবধানে একটি গোপন খবর এর ভিত্তিতে কাকদ্বীপ রুপচাদ ঘাটে একটি গুদামঘরে তল্লাসি চালানো হয়।
রেশনের চাল সহ (রাজ্য সরকারের দেওয়া পি.ডি.এস. এর মাধ্যমে দরিদ্র মানুষের জন্য নির্ধারিত) মোট ৯১৬ বস্তা চাল যার ওজন -২৪১৭৫ কেজি, ৫৩৩ বস্তা রেশনের গম, ওজন ২৬৬৫০ কেজি, ১৭৫ বস্তা রেশনের আটা, ওজন ৮৭৫০ কেজি, পিডি এস লেখা অসংখ্য খালি বস্তা, ১৩৫০ টি পিডিএস এর ১ কেজি আটার খালি প্যাকেট, ব্যাগ ক্লোজার
পাঞ্চিং মেশিন, একটি ট্রাক যাতে গম পাচার করা হচ্ছিল ইত্যাদি আটক করা হয় এবং কাকদ্বীপ বিদ্যানগর এলাকার এক গুদাম এর ম্যানেজার সহ, দুই কর্মচারী কে গ্রেফতার করা হয়। কাকদ্বীপ মহকুমা পুলিশ আধিকারিক শ্রী অনিল কুমার রায়, সুন্দরবন পুলিশ জেলার ডি এস পি, ডি ই বি, শ্রী নওসের আলি ও কাকদ্বীপ থানার আই সি, শ্রী শিবু ঘোষ স্থানীয়ভাবে বিষয়টি তত্বাবধান করেন। জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে। বাকী আসামিকে গ্রেফতারের এর চেষ্টা চলছে।
Source : Sundarban police District page
Post A Comment:
0 comments so far,add yours