বাংলাদেশের সিলেটের জকিগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে ছিটকে পড়ে ডুবে ৩ জনের মৃত্যু ঘটেছে। এ সময় আরও ৪ জনকে আহতাবস্থায় মাইক্রোবাসের ভিতর থেকে উদ্ধার করে সিলেটের হাসপাতালে পাঠানো হয়।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের বারহাল ইউনিয়নাধীন শাহবাগের নিজগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানিয়েছে, দুর্ঘটনায় সুলতানপুর ইউনিয়নের গণিপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে মো. সামেল মিয়া (৩০), বারঠাকুরী ইউনিয়নের দৌলতপুর গ্রামের আব্দুল মানিকের ছেলে জুনেদ আহমদ (৩৩), একই ইউপির ছয়ঘরী গ্রামের অরুণ বিশ্বাসের ছেলে শিপন বিশ্বাস (৩৬) নিহত হয়েছেন।
স্থানীয়রা জানান, সিলেট থেকে জকিগঞ্জগামী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে পানিতে ডুবে যায়। স্থানীয়রা তাত্ক্ষণিক উদ্ধার কাজ শুরু করে ৭ জনকে উদ্ধার করেন। এ সময় ৩ জনের মৃত্যু হয়।
জকিগঞ্জ থানার ওসি আবুল কাসেম জানান, দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে পুলিশহেফাজতে আনা হয়েছে। তবে গাড়িতে মোট কয়জন ছিলেন তা সঠিক করে জানা যায়নি।
Post A Comment:
0 comments so far,add yours