আন্তঃরাজ্য অস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে যোগ, বসিরহাটকাণ্ডে নয়া মোড়
৬ মিনিটেই দশ লক্ষ…, বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন হার্দিক পান্ডিয়া!
হুমায়ুন কবীরকে শোকজ নোটিস, ২৪ ঘণ্টার মধ্যে জবাব তলব, মমতার বার্তা সিদ্দিকুল্লাকে
সুস্বাস্থ্যের পঞ্চায়েত গড়ার উদ্যোগ নিল ঘোড়ামারা
অধ্যক্ষ বিমানের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে বিজেপি’, কেন বললেন শুভেন্দু?
মুম্বই বিমানবন্দরে জাল পাসপোর্ট-সহ গ্রেফতার করা হল এক বাংলাদেশি নাগরিককে । ভারত থেকে সৌদি আরবে যাচ্ছিল ওই যুবক বলে জানতে পেরেছে পুলিশ । যাত্রা করার সময়ে জাল ভারতীয় পাসপোর্ট সঙ্গে ছিল ধৃত ২৮ বছরের বাংলাদেশি যুবকের ।
জানা গিয়েছে, সৌদি আরবে গত দু'বছর ধরে একটি দোকানে কাজ করেছে সে । শেষপর্যন্ত মুম্বইয়ে ছত্রপতি আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবে যাওয়ার সময় ধরা পড়ে আক্রম হুসেন নামের ওই যুবক । পুলিশ জানিয়েছে, ২০১৭-তেই পশ্চিমবঙ্গের সীমানা পেরিয়ে বেআইনিভাবে ভারতে প্রবেশ করে ওই বাংলাদেশি । এরপর ভারতে একটি এজেন্টের মাধ্যমে জাল ভারতীয় পাসপোর্ট এবং সৌদি যাওয়ার জন্য ভিসা বানায় সে । এর জন্য ২৫ হাজার টাকা খরচও করে বলে জেরায় জানিয়েছে আক্রম ।
সৌদি আরবের আল কাসিমের একটি দোকানে ২০১৭ থেকে দু'বছর কাজ করার পর ২০১৯-এ তিন মাসের জন্য বাংলাদেশে ফিরে যায় সে । এরপর ফের ২০১৯-এর মে মাসে ভারত হয়ে সৌদি আরব যায় আক্রম । কিন্তু ৩০ জুলাই ভারতে ফিরতেই অভিবাসন দফতরের অফিসাররা তার জাল পাসপোর্ট ধরে নেন । এবং সঙ্গে সঙ্গেঅ গ্রেফতার করা হয় আক্রমকে । আগামী ১৩ অগাস্ট পর্যন্ত ধৃত আক্রমকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ।
Post A Comment:
0 comments so far,add yours