অবৈধভাবে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার সময় একটি মাছ ধরার ট্রলারসহ ১৩ জন ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রবিবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়।
জানা যায়, বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ সোনার বাংলা সমুদ্রে টহলরত অবস্থায় বাংলাদেশের জলসীমায় একটি বিদেশি ট্রলারকে অবৈধভাবে মাছ ধরতে দেখে। উপস্থিতি টের পেয়ে ট্রলারটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্ট গার্ডের টহলরত জাহাজ তাদের ধাওয়া করে মোংলা ফেয়ারওয়ে বয় থেকে ১৫ দশমিক ৪ নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে বাংলাদেশের জলসীমা থেকে আটক করে।
জব্দকৃত ট্রলার ও আটক ১৩ জন ভারতীয় জেলেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।অবৈধভাবে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার সময় একটি মাছ ধরার ট্রলারসহ ১৩ জন ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রবিবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়।
জানা যায়, বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ সোনার বাংলা সমুদ্রে টহলরত অবস্থায় বাংলাদেশের জলসীমায় একটি বিদেশি ট্রলারকে অবৈধভাবে মাছ ধরতে দেখে। উপস্থিতি টের পেয়ে ট্রলারটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্ট গার্ডের টহলরত জাহাজ তাদের ধাওয়া করে মোংলা ফেয়ারওয়ে বয় থেকে ১৫ দশমিক ৪ নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে বাংলাদেশের জলসীমা থেকে আটক করে।
জব্দকৃত ট্রলার ও আটক ১৩ জন ভারতীয় জেলেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।
Post A Comment:
0 comments so far,add yours