গত সোমবার গোটা বিশ্ব শিউরে উঠেছিল দৃশ্যটি দেখে। মাঝ আকাশে বিমান থেকে খসে পড়ছে মানুষ। তালিবানি আতঙ্ক থেকে বাঁচতে যারা কিনা মার্কিন যুদ্ধবিমানের গায়ে নিজেদের বেঁধে নিয়েছিল। আশা ছিল কোনও রকমে আফগানিস্তান ছাড়তে পারলেই তালিবানিদের হাত থেকে অন্তত প্রাণটা বাঁচানো যাবে। সেদিন মার্কিন সেনার C-17 যুদ্ধবিমান থেকে খসে পড়েছিলেন তিনজন। তাঁদের মধ্যেই একজন জাকি আনওয়ারি । আফগানিস্তান জাতীয় দলের ফুটবলার। আফগান সরকারি সংবাদসংস্থাই জাকির মৃত্যুর খবর জানিয়েছে।জাকি আনওয়ারি আসলে আফগানিস্তান যুব দলের ফুটবলার। সোমবার হাজারো আফগানের মতো তিনিও কাবুল বিমানবন্দরে
ভিড় করেছিলেন দেশ ছাড়ার জন্য। আফগানিস্তান থেকে কানাডায় পাঠানো হবে ২০ হাজার জনকে। সেখানেই আশ্রয় পাবেন তাঁরা। এই গুজব সম্ভবত তাঁর কানেও গিয়েছিল, সম্ভবত সেকারণেই কাবুল বিমানবন্দরে গিয়েছিলেন তিনি। কিন্তু আরও হাজার হাজার আফগানের মতো তিনিও বিমানে উঠতে পারেননি। কিন্তু দেশ ছাড়ার আশা ছাড়েননি। বসে পড়েন মার্কিন বিমানের চাকার উপর। বিমানটি টেক-অফ করার কিছুক্ষণ পরই মাঝ আকাশ থেকে খসে পড়তে দেখা যায় তাঁকে। তাঁর মতো আরও দুই তরুণ বসেছিলেন মার্কিন C-17 যুদ্ধবিমানের চাকার উপর। মাটিতে খসে পড়েন তাঁরাও।বুধবার আফগানিস্তারের যুব দলেরই আরেক সদস্যের অর্থাত্ জাকির এক সতীর্থের ফেসবুক পোস্ট থেকে তাঁর মৃত্যুর খবর পাওয়া যায়। বৃহস্পতিবার আফগানিস্তানের সরকারি সংবাদসংস্থা তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। আফগান ফুটবল সংস্থার তরফেও তাঁর মৃত্যুর খবর জানানো হয়েছে।প্রসঙ্গত, ওই বিমান থেকে মোট তিনজনকে খসে পড়তে হয়েছিল মৃত্যুর অনিবার্যতায়। বাকি দু'জনেই কিশোর। তারা সহোদর। ওই দুই ভাইয়ের মধ্যে একজনের দেহ কাবুল বিমানবন্দর থেকে কিছু দূরে মিলেছে পা ও হাত ছিন্ন অবস্থায়। এখনও মেলেনি অপরজনের দেহাবশেষের সন্ধান। আপাতত তাকেই খুঁজে চলেছে পরিবার।
Post A Comment:
0 comments so far,add yours