শুধু বাবার নয়, চাইলে মায়ের পদবিও ব্যবহার করতে পারে সন্তান। একটি মামলার রায়ে শুক্রবার একথা জানাল দিল্লি হাইকোর্ট 

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর দিল্লির এক বাসিন্দার নাবালিকা নিজের মায়ের কাছেই থাকে। মায়ের পদবি ব্যবহার করে। এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তাঁর বাবা। অভিযোগকারীর পক্ষের আইনজীবী বলেন, নাবালিকা মায়ের পদবি ব্যবহার করায় জটিলতার সৃষ্টি হচ্ছে। বীমা বা পিএফ সংক্রান্ত বিষয়ে সমস্যার হচ্ছে। স্কুলেও  বাবার পরিচয় দেওয়া হয়নি।

বাবার এই আবেদনের প্রেক্ষিতে বিচারপতি রেখা পল্লি  জানান, প্রত্যেক সন্তানের মায়ের পদবি ব্যবহার করার অধিকার রয়েছে। সেই পদবি যেকোনও জায়গায় ব্যবহার করতে পারে সে। সন্তান শুধুমাত্র বাবার সম্পত্তি নয়। সে যদি মায়ের পদবি নিয়ে সন্তুষ্ট হয়, সেখানে কারও কিছু বলার নেই। অভিযোগটি খারিজ করে দেন বিচারপতি। ঐতিহাসিক রায়ে অনেকেই নিজেদের ইচ্ছে পূরণ করতে পারবেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours