গত ১৬ মে কোভিডে মারা যান ৩৬ বছর বয়সী টি কে প্রভা। কর্নাটকের মাদিকেরি কোভিড হাসপাতালে মৃত্যুর আগে তাঁর সঙ্গে ছিল মোবাইল ফোনটিও। মৃত্যুর পরে সেই ফোন পাওয়া যায়নি। প্রভার ন'বছরের মেয়ে হৃতিক্ষা আবেদন জানিয়েছিল, তার মেয়ের ফোনটি যেন খুঁজে দেওয়া হয়। কারণ সেই ফোনে তার মায়ের অনেক স্মৃতি আছে। এক চিঠিতে হৃতিক্ষা লেখে, 'আমার বাবা পেশায় দিনমজুর। আমরা প্রতিবেশীদের সাহায্যে বেঁচে আছি। আমার মা ১৬ মে মারা গিয়েছেন। মৃত্যুর আগে তাঁর কাছে মোবাইল ফোন ছিল। পরে সেটি আর পাওয়া যায়নি। আমি মাকে হারিয়েছি। কিন্তু ওই ফোনে মায়ের অনেক স্মৃতি ছিল। আমি অনুরোধ করছি, কেউ যদি মায়ের ফোনটি পেয়ে থাকেন, আমাকে ফিরিয়ে দিন।' হৃতিক্ষার চিঠিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তার তিন মাস পরে পুলিশ ফোনটি তাকে ফিরিয়ে দিল। কোদাগু জেলার পুলিশ সুপার এস পি ক্ষমা বলেন, হাসপাতালের গোডাউনে ফোনটি পড়ে ছিল। সম্প্রতি গোডাউন পরিষ্কার করার সময় সেটি পাওয়া যায়। তাঁর কথায়, 'ওই ফোন থেকে আমরা হৃতিক্ষার বাবাকে ফোন করি। তবেই নিশ্চিত হওয়া যায়, তা প্রভারই ফোন।' ক্ষমা বলেন, 'ফোনে যা কিছু সেভ করা ছিল, সবই উদ্ধার করা গিয়েছে। হৃতিক্ষার মায়ের একাধিক ছবি, অডিও এবং ভিডিও ক্লিপ ছিল সেই ফোনে। ফোনটি খুঁজে পাওয়ায় হৃতিক্ষার পরিবার তো বটেই সংশ্লিষ্ট পুলিশ কর্মীরাও খুশি হয়েছেন।' করোনা সংক্রমণ কমাতে অগাস্টের শুরুতে কেরল ও মহারাষ্ট্রের সীমান্তবর্তী আটটি জেলায় সপ্তাহের শেষ দু'দিন কার্ফু জারি করেছে কর্নাটক সরকার। মহারাষ্ট্রের সীমান্তবর্তী জেলা বেলাগাভি, বিদার, বিজয়পুরা এবং কালবুর্গি এবং কেরলের সীমান্তবর্তী জেলা দক্ষিণ কন্নড়, কোদাগু, মাইসুরু এবং চামরাজনগর জেলায় প্রতি শুক্রবার রাত ন'টা থেকে সোমবার ভোর পাঁচটা পর্যন্ত কার্ফু জারি থাকবে। কর্নাটক সরকার জানিয়েছে, বিশেষ জরুরি প্রয়োজন ছাড়া কেউ কার্ফুর সময় বেরোতে পারবেন না। কর্নাটক সরকার জানিয়েছে, ওই আট জেলা বাদে রাজ্যের সর্বত্র রাত ন'টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত জারি থাকবে নাইট কার্ফু। সেখানে অত্যাবশ্যকীয় পণ্যের দোকান এবং রেশন দোকান খোলা থাকবে ভোর পাঁচটা থেকে দুপুর দু'টো পর্যন্ত। রেস্তোরাঁগুলি ২৪ ঘণ্টাই হোম ডেলিভারি দিতে পারবে। পাব এবং বার খোলা যাবে না। কিন্তু মদের দোকান খোলা থাকবে ভোর পাঁচটা থেকে দুপুর দু'টো পর্যন্ত। ট্রেন ও বিমান চালু থাকবে। চলবে বাসও। বিবাহ বা অন্যান্য পারিবারিক অনুষ্ঠানে সর্বাধিক ১০০ জন উপস্থিত হতে পারবেন। তাঁদের মানতে হবে কোভিড বিধি। শেষকৃত্যে উপস্থিত থাকতে পারবেন সর্বাধিক ২০ জন। সবরকম রাজনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠান বন্ধ থাকবে।
Post A Comment:
0 comments so far,add yours