ফের বেআইনিভাবে পাচার হতে যাওয়া প্রায় ৩০ লক্ষাধিক টাকার কাঠ উদ্ধার করল বন দফতর। গতকাল অর্থাত্ মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে রায়গঞ্জের শিলিগুড়ি মোড় এলাকা থেকে লরি সমেত কাঠ বাজেয়াপ্ত করার পাশাপাশি লরির চালক ও খালাসিকে গ্রেফতার করে বন দফতর। রায়গঞ্জ বন বিভাগের সহ বনাধিকারিক সীতাংশু গুপ্তা জানিয়েছেন, 'রাতে সূত্রের মারফত পাওয়া খবরের ভিত্তিতে ওই লরিটিকে আটক করে কাঠ বাজেয়াপ্ত করা হয়। কাঠগুলির বাজার মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা। ধৃত দুজনের বিরুদ্ধে বন আইন অনুযায়ী মামলা রুজু করে তাদের আদালতে পেশ করা হচ্ছে। কাঠগুলি লরিতে চাপিয়ে শিলিগুড়ি থেকে মালদার অভিমুখে নিয়ে যাওয়া হচ্ছিল এবং সেগুলি পাচারের ছক ছিল বলেই প্রাথমিক তদন্তে উঠে আসছে। ভিনরাজ্যেও সেই কাঠ পাচার করার ছক ছিল বলে বন দফতরের আধিকারিকরা মনে করছেন। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন বন দফতরের কর্তারা।
এইভাবে উত্তরবঙ্গে বন দফতরের নাকের তলার নীচে দিয়ে বারবার কাঠ চুরির অভিযোগ উঠেছে। কিছু ঘটনা সামনে এলেও বাকিগুলি হারিয়ে যায়। পাচারকারীদের মূল মাথাকে না ধরতে পারায় বারবার এই ঘটনা ঘটছে বলে জানিয়েছেন বন দফতরের কর্মীরা। যদিও কাঠ পাচারকারীদের ধরতে বন দফতরের সঙ্গে হাত মিলিয়ে কাজ করার কথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার।
Post A Comment:
0 comments so far,add yours