ফ্লোরিডা: দেখতে অনেকটা সাপের মতো । ধূসর রঙের কিছু একটা গুটিয়ে বসে রয়েছে । রবার বা পাইপ বলেও অনেকে ভুল করতে পারেন । কী এটি আসলে ? বিজ্ঞানীরা জানিয়েছেন, দক্ষিণ ফ্লোরিডায় সন্ধান পাওয়া এই সাপের মতো দেখতে প্রাণীটি আসলে সাপ নয়, অন্য কিছু । নাম সেসিলিয়ান (Caecilian) ।
সম্প্রতি আমেরিকার ফ্লোরিডায় দেখা মিলেছে এই প্রাণীর । তারপর থেকেই হইচই পড়ে গিয়েছে সেটিকে ঘিরে । দক্ষিণ ফ্লোরিডার তামিয়ামি খালে এর খোঁজ মিলেছে। ওই অঞ্চলে এর আগে কখনও সেসিলিয়ান দেখা যায়নি। দেখতে সাপের মতো হলেও এরা কিন্তু আদতে সাপ নয় ।
সম্প্রতি আমেরিকার ফ্লোরিডায় দেখা মিলেছে এই প্রাণীর । তারপর থেকেই হইচই পড়ে গিয়েছে সেটিকে ঘিরে । দক্ষিণ ফ্লোরিডার তামিয়ামি খালে এর খোঁজ মিলেছে। ওই অঞ্চলে এর আগে কখনও সেসিলিয়ান দেখা যায়নি। দেখতে সাপের মতো হলেও এরা কিন্তু আদতে সাপ নয় ।
Post A Comment:
0 comments so far,add yours