মাকে খুঁজতে গিয়ে পা পিছলে জলে ডুবে এক শিশুর মৃত্যুকে ঘিরে এলাকায় নেমে এলো শোকের ছায়া। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ী ব্লকের খাজরা ২ নম্বর অঞ্চলের নিশ্চিন্তপুর গ্রামে। মৃত শিশুর নাম প্রিয়াঙ্কা সিং (বয়স ২বছর) পরিবার সূত্রে জানা যায় নিশ্চিন্দিপুর গ্রামের বাসিন্দা স্বপন সিং, এর স্ত্রী মিলু সিং,তার দুই মেয়ে রিয়া এবং প্রিয়াঙ্কাকে ভাত খেতে দিয়ে বাড়ির মাঠের দিকে বেরিয়ে যায়। মাকে দেখতে না পেয়ে ছোট মেয়ে প্রিয়াঙ্কা বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সেই সময় বাড়ির কাছেই এক পুকুরে পা পিছলে পড়ে যায় ছোট্ট প্রিয়াঙ্কা। বোনকে দেখতে না পেয়ে দিদি রিয়া কান্নাকাটি করে খোঁজাখুঁজি শুরু করে।রিয়ার কান্না শুনে প্রতিবেশীরা ছুটে আসে এবং এদিক ওদিক খোঁজাখুঁজি শুরু করে। অনেক খোঁজাখুঁজি করার পরে দেখতে পায় বাড়ির পেছনের ডোবাতে ছোট্ট প্রিয়াঙ্কা দেহ ভাসছে।প্রতিবেশিরা সেই ডোবা থেকে ছোট্ট প্রিঙ্কাকার দেহ উদ্ধার করে স্থানীয় খাজরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিত্সক মৃত বলে ঘোষণা করে। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকাচ্ছন্ন হয়ে পড়েছে গোটা এলাকা
Post A Comment:
0 comments so far,add yours