বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত দৈনিক করোনা বুলেটিন অনুযায়ী, 'গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে ৪১ হাজার ৪৯৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত ১ কোটি ৬৮ লক্ষ ১৪ হাজার ৮১৭টি নমুনা পরীক্ষা করা হলো। নয়া নমুনা পরীক্ষায় আরও ৭১৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। যার ফলে রাজ্যে মারণ ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ৩৫ হাজার ৫৩৪ জনে। মারণ ভাইরাসের ছোবলে নতুন করে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ৯ জন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ১৮ হাজার ৪০২ জন।'


স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, 'গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৭২৬ জন। এ নিয়ে সুস্থ হলেন ১৫ লক্ষ ১৭ হাজার ৯৬৫ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ২২ শতাংশ। একদিনে অ্যাকটিভ কেস কমেছে ১৮টি। সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯ হাজার ১৬৭ জনে।'

সবচেয়ে উদ্বেগের বিষয়, গত কয়েকদিন ধরেই কলকাতা মহানগরীতে দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। গত ২৪ ঘন্টায় শুধু কলকাতাতেই নতুন করে আক্রান্ত হয়েছেন ১১৮ জন। রাজ্যে করোনার দৈনিক সংক্রমণের শীর্ষে উঠে এসেছে কল্লোলিনী তিলোত্তমা। কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনার করোনা চিত্রও উদ্বেগজনক। ওই জেলাতেও দৈনিক আক্রান্তের সংখ্যা একশোর গণ্ডি ছুঁইছুঁই করছে। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৭ জন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours