নাচবেন লাভলি-সায়ন্তিকা, গাইবেন বাবুল-অদিতিরা, হাসাবেন কাঞ্চন, থাকছেন রাজ-ব্রাত্যও! বিধানসভায় এবার বড় চমক
প্রথম পরীক্ষায় পাশ রাজ্যের! ‘লাভের গুড়’ আদৌ পাবে চাকরিহারারা?
আমি না থাকলে তোকে কে দেখবে!’ মায়ের কথাতে শেষ পর্যন্ত বিয়ে করতে চলেছেন দিলীপ ঘোষ, পাত্রী কে?
বাহিনী চলে গেলে আমরা গ্রামছাড়া হব’
৫ লক্ষ টাকা পুড়ে গিয়ে নিঃস্ব সামশেরগঞ্জের ঘোষ পরিবার, নোট পুড়ে গেলে টাকা ফেরত পাওয়া যায় কি? জানুন
শুভেন্দু অধিকারী বলেছেন সারা পৃথিবীর ক্ষমতাশালী প্রভাবশালী নেতা হচ্ছেন নরেন্দ্র মোদী। চাকরি দেওয়া এবং 15 লক্ষ টাকা প্রতিশ্রুতি দিয়েও কথা রাখতে পারেননি নরেন্দ্র মোদী। তাই রীতিমতো প্রধানমন্ত্রীকে বিদ্রুপ করে আজ এক কাপ করে চা খাওয়ানোর ব্যবস্থা করলেন মদন মিত্র । এবং সেই এক কাপ চায়ের দাম ছিল ১৫ লক্ষ টাকা।
আজ মদন মিত্রকে ভবানীপুরে এই চা তুলে দিতে দেখা গেল। চায়ের নাম দিয়েছিলেন মোদী চা আদানি ব্র্যান্ড। তিনি বলেন মানুষ তো ১৫ লক্ষ টাকা অ্যাকাউন্টে পায়নি তাই ১৫ লক্ষ টাকার এক কাপ চা খাওয়াচ্ছি। মদন মিত্রের অনুগামীরা নরেন্দ্র মোদীর মুখোশ পড়ে থাকেন।মদন মিত্রের পরনে ছিল কালো পাঞ্জাবি, মাথায় টুপি, চোখে সানগ্লাস।
Post A Comment:
0 comments so far,add yours