কলকাতা, ৪ অগাস্ট: ফের হাসপাতালে ভর্তি করা হল সাহিত্যিক বুদ্ধদেহ গুহকে । শ্বাসকষ্টজনিত সমস্যার কারণেই রবিবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। মঙ্গলবার ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়েছে। এপ্রিলেই কোভিডে আক্রান্ত হয়েছিলেন ৮৫ বছরের এই লেখক। মে মাসে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি।

হাসপাতাল সূত্রে খবর, শ্বাসকষ্টজনিত সমস্যার পাশাপাশি বুদ্ধদেববাবুর মূত্রনালীতে সংক্রমণ ধরা পড়েছে। তাঁর লিভার এবং কিডনিতেও সামান্য সমস্যা রয়েছে। কোভিড পরীক্ষা করা হয়েছে। তবে তাতে করোনার সংক্রমণ মেলেনি। 

হাসপাতাল সূত্রে খবর, মূত্রনালীর সংক্রমণই এখন মূল সমস্যা। সাহিত্যিকের দেহে অ্যামোনিয়ার মাত্রাও বেশি। প্রয়োজনে তাঁকে প্রতি মিনিটে ২ লিটার করে অক্সিজেন দিতে হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours