পাহাড়প্রেমীদের জন্য দার্জিলিং ভালবাসার জায়গা। বরফে ঢাকা পাহাড়, সাদা-কালো মেঘের পাশাপাশি টয়ট্রেন আকর্ষণ করে পর্যটনদের। কিন্তু করোনার দাপটে প্রায় দেড় বছর ধরে বন্ধ টয়ট্রেন পরিষেবা। ফলে সমস্যার মুখে পড়েছিলেন ব্যবসায়ীরা। সুন্দরী দার্জিলিং হয়ে গিয়েছিল যেন শ্মশানপুরী। তবে কোভিড পরিস্থিতি স্বাভাবিক হওয়ায়, বুধবার থেকে আবার ম্যাজিক হুইশল দিয়ে ছুটছে টয়ট্রেন। এদিন নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে চালু হয়েছে। রেলের উচ্চপদস্থ আধিকারিকরা আনুষ্ঠানিকভাবে শৈলরানী টয়ট্রেনের পরিষেবা শুরু করলেন। পুজোর আগে টয়ট্রেন পরিষেবা চালু হওয়ায় সন্তুষ্ট ব্যবসায়ীরা। যদিও কয়েকদিন আগেই দার্জিলিংয়ের জয় রাইড শুরু হয়েছে। তবে সব ক্ষেত্রেই মানতে হবে কোভিডবিধি। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে দার্জিলিং। ফের পর্যটকরা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবে।
দার্জিলিং হিমালয়ান রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক শুভানন চন্দ বলেছিলেন, 'সম্পূর্ণ করোনা বিধি মেনেই টয়ট্রেনের জয়রাইড শুরু হয়েছে। প্রত্যেক যাত্রীকে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করতে হবে। একইসঙ্গে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।'
Post A Comment:
0 comments so far,add yours