গত বিধানসভা নির্বাচন এবং তার পরবর্তী সময়ে রাজনৈতিক হিংসার জেরে খুন, ধর্ষণের ঘটনার তদন্ত করছে সিবিআই। এই দায়িত্ব তাদের দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবার সেই কাজে নামল সিবিআই। ভোট পরবর্তী সময়ে খুন হওয়া রাজনৈতিক কর্মীদের পরিবারের সঙ্গে কথাবার্তা বললেন তদন্তকারীরা। গতকাল উত্তর ২৪ পরগনার নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল এলাকায় বেশ কিছু পরিবারের সঙ্গে কথা বলে সিবিআই। এর পর আজ সকালে নদীয়া কৃষ্ণনগর মনিন্দ্র পল্লীতে এসে পৌঁছয় সিবিআই এবং ফরেনসিক টিম। দুষ্কৃতীদের হাতে খুন হওয়া মনিন্দ্রপল্লীর বিজেপি কর্মী পলাশ মণ্ডলের বাড়িতে যান তদন্তকারীরা। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে একান্তে কথা বলে ওই প্রতিনিধিদল। যাবতীয় তথ্য তারা সংগ্রহ করে।রাজ্যে ১০০টি এ ধরনের খুনের কিনারা করতে চায় তারা। তদন্তের লক্ষ্য নিয়ে বিভিন্ন জেলায় নিহত পরিবারের বাড়িতে যাচ্ছে সিবিআই দল।
নদীয়ার গাংনাপুর, বহির্চরা, চাকদহ নিমতৌড়ি, চাপড়া সহ বেশ কয়েকটি এলাকায় নিহতদের বাড়িতেও যাবে দলটি বলে সূত্রের খবর।
Post A Comment:
0 comments so far,add yours