সোমবার থেকে শুরু হয়েছে রাজ্য সরকারের 'দুয়ারে সরকার' প্রকল্পের দ্বিতীয় দফার ক্যাম্প। রাজ্য জুড়ে প্রায় ১৭ হাজার ৫০০ ক্যাম্প চলছে। 'দুয়ারে সরকারে' প্রথমদিনেই সুপারহিট 'লক্ষ্মীর ভাণ্ডার'। রাজ্য জুড়ে প্রায় ১৬ লাখ আবেদন জমা পড়েছে 'দুয়ারে সরকার' ক্যাম্পে। সূত্রের খবর, তার মধ্যে ১০ লাখ ৩০৩টি আবেদন 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পের জন্য জমি দেওয়া হয়েছে। নতুন প্রকল্পের এহেন সাফল্যে খুশি মুখ্যমন্ত্রী ও নবান্নের আমলারা। তবে প্রথমদিন রাজ্যের বাকি জেলার চেয়ে 'দুয়ারে সরকারে' আবেদনের দিক দিয়ে এগিয়ে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এই জেলায় সব প্রকল্প মিলিয়ে প্রথমদিনেই আবেদন জমা পড়েছে ২ লাখ ৯৩ হাজার ৮৩৩ টি অর্থাত্ প্রায় তিন লাখ। দক্ষিণ ২৪ পরগনাতেও 'দুয়ারে সরকারে' এক নম্বরে আছে 'লক্ষ্মীর ভাণ্ডার'। আবেদন জমা পড়েছে ১ লাখ ৭১ হাজার ৬৩৩ টি। দ্বিতীয় স্থানে স্বাস্থ্যসাথী। জমা পড়েছে ৪০ হাজার ২৮১ টি আবেদন। তৃতীয় স্থানে কাস্ট সার্টিফিকেট। জমা পড়েছে ২২ হাজার ৬৪৯ টি আবেদন। ও চতুর্থ স্থানে খাদ্যসাথী। এই স্কীমে প্রথম দিনই আবেদন জমা পড়েছে ১৭ হাজার ৪৭৯ টি। এছাড়াও ১০০ দিনের কাজ থেকে একাধিক প্রকল্পের সুবিধা পেতে আবেদন জমা পড়েছে এই জেলায়
Post A Comment:
0 comments so far,add yours