দক্ষিণ দিনাজপুরঃ কাঁচা রাস্তা পাকা করার দাবিতে পথ অবরোধ করে ও পঞ্চায়েত অফিসে তালা মেরে বিক্ষোভ গ্রামবাসীদের। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের চককাশি থেকে রাধানগর যাওয়ার রাস্তাটি দীর্ঘ 35 বছর ধরে সংস্কার হয়নি বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। যে কারণে এলাকার বাসিন্দারা রাস্তাটি সংস্কারের দাবিতে ইতিপূর্বে একাধিকবার আন্দোলনও করেন এবং রাস্তা সংস্কারের দাবিতে এলাকার বাসিন্দারা পথ অবরোধও করেছিলেন। সেই সময় প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে তিন মাসের মধ্যে রাস্তাটি সংস্কার করে দেওয়া হবে। কিন্তু সেই আশ্বাস পরবর্তী দীর্ঘ সময় কেটে গেলেও রাস্তাটি সংস্কার করা হয়নি। বুধবার ঐ রাস্তার মাঝে একটি দুর্ঘটনা ঘটলে এলাকার মানুষ বৃহস্পতিবার সকালে রাস্তার মাঝে গুড়ি ফেলে পুনরায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। এরপর গ্রামবাসীদের বিক্ষোভের খবর বালুরঘাট থানায় পৌছালে বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি সামাল দেয়।
Post A Comment:
0 comments so far,add yours