বাংলায় ভোট পরবর্তী হিংসার ঘটনা নিয়ে দ্রুত তদন্ত করতে চাইছে সিবিআই। গতকাল বৃহস্পতিবার দুপুরে কলকাতা হাই কোর্ট সিবিআইকে তদন্তভার দেয়। সন্ধ্যার মধ্যেই তারা চারটি টিম গঠন করে ফেলে। ঠিক হয়েছে প্রতিটি টিমের মাথায় থাকবেন একজন করে যুগ্ম অধিকর্তা পদমর্যাদার অফিসার। হাইকোর্ট যেহেতু ধর্ষনের ঘটনাগুলি তদন্তের ভার সিবিআইকে দিয়েছে তাই প্রতিটি তদন্ত টিমে একজন করে এসপি পদমর্যাদার মহিলা অফিসার থাকবেন। লক্ষণীয় হল তদন্ত টিমগুলিতে সিবিআই আপাতত বাংলার কোনও অফিসারকে রাখেনি। লখনউ, দিল্লি, পাটনা ও দেরাদুনের অফিসের তদন্তকারীদের নিয়ে গড়া হয়েছে টিম। আগামী সপ্তাহেই তাদের কলকাতায় এসে তদন্তভার বুঝে নেওয়ার কথা। তবে সবটাই নির্ভর করছে সুপ্রিম কোর্ট কী বলে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাজ্য সরকারের আগামী সোম -মঙ্গলবারের মধ্যে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা। তবে এই ধরনের মামলায় সর্বোচ্চ আদালতের সাধারণত স্থগিতাদেশ দেওয়ার নজির বেশি নেই। বিজেপি নেতারা সেই কারণে হাইকোর্টের রায় রীতিমত যুদ্ধ জয়ের আনন্দে আছেন। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট ভোট-পরবর্তী হিংসা মামলায় খুন ও ধর্ষণের ঘটনাগুলির তদন্তভার কেন্দ্রীয় তদন্ত সংস্থার হাতে সঁপেছে। দেখবার মত হল বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই আদালতের নির্দেশ কার্যকর করতে নেমে পড়েছে সিবিআই। কলকাতায় সিবিআইয়ের পূর্বাঞ্চলের অফিস থেকে দিল্লির কর্তাদের হাইকোর্টের রায় সম্পর্কে অবহিত করা হয়। সেই আলোচনায় ঠিক হয় পূর্বাঞ্চলের অফিসারদের হাতে এই মুহূর্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলা রয়েছে তারমধ্যে সারোদা, নারদ মামলা তো আছেই। সেই কারণে ভিন রাজ্যের অফিসারদের নিয়ে টিম গঠনের সিদ্ধান্ত হয়।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours