শ্রেয়স লাকি চার্ম… IPL শুরুর আগে PBKS ক্যাপ্টেনকে কে দিলেন দরাজ সার্টিফিকেট?
রোহিতকেই দায়িত্ব নিতে হবে… হঠাৎ এ কথা কেন বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়?
ভেঙ্কটেশের জায়গা নয় নিরাপদ, ক্যাপ্টেন রাহানের জমানায় KKR-এ বড় বদল!
লুকিয়ে লুকিয়ে সীমান্তে চলছিল ‘খেলা’, দেখা মাত্রই বাধা BSF-র! শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হল বাংলাদেশি সেনা
দেশের প্রতিটি জওয়ানের মাথার উপরে উড়বে ড্রোন, যুদ্ধ জয়ে নয়া কৌশল ভারতের
বাস্তুতন্ত্র বাচাতে শকুন একটি গুরুত্বপূর্ণ জীব। শকুন সংরক্ষণ করা তাই আবশ্যিক। কিন্তু বিভিন্ন রাসায়নিক ও কীটনাশকের প্রভাবে ও দূষনে শকুন প্রায় বিলুপ্তির পথে। তাই তাদের সংরক্ষন নিয়ে আজ একটি জরুরি কর্মশালার আয়োজন করা হয় বন দপ্তর ও স্ন্যাপ নামক একটি সংস্থার উদ্যোগে। কদমতলার একটিহোটেলে আজ এই।কর্মশালার আয়োজন করা হয়।উপস্তজিত ছিলেন বন দপ্তর, চা পর্ষদ ও ড্রাগ সংগঠনের কর্তারা। বিভিন্ন কীটনাশক ও রাসায়নিক যেমন ডাইক্লফেনাস, থাইমেড ইত্যাদির জন্য শকুন সংরক্ষন সমস্যার কারণ হয়ে দাড়াচ্ছে। তাই এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য এই কর্মশালার আয়োজন করা হয়
Post A Comment:
0 comments so far,add yours