মদ্যপাণ করা অবস্থায় ছেলে বাড়িতে ঢুকাই বকাবকি করে বাবা । তার জেরে বাড়ি থেকে বেরি যায় ৮ দিন ধরে নিখোঁজ ছেলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে আমবাগানে। মঙ্গলবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ইংরেজবাজার থানার সদুল্লাপুর এলাকায়। মৃত ওই যুবকের নাম মনোজ সরকার(১৯)। মৃতদেহ পুলিশ উদ্ধার করে এদিন দুপুরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। স্থানীয় সূত্রে জানা যায় এলাকার বাসিন্দা অধীর সরকারের তিন ছেলে রয়েছে,তার মধ্যে মৃত মনোজ সরকার দ্বিতীয় ছেলে সে ষষ্ঠ শ্রেণি অব্দি পড়াশোনা করার পর পড়াশোনা ছেড়ে দেয়। বর্তমানে সে লেবারের কাজ করতো।আজ সকালে স্থানীয় লোকেরা জঙ্গল পরিষ্কার করার সময় হঠাত্‍ই দেখে একটি আম গাছে যুবকের মৃতদেহ ঝুলতে দেখে।


বেশকিছু দিন হয়ে যাওয়ার পরে মৃতদেহ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়রা মুখ থেকে খবর পেয়ে পরিবারের লোকেরা ছুটে আসে। মৃত মনোজ সরকারের দাদা বিক্রম সরকার জানান গত মঙ্গলবার থেকে তার ভাই নিখোঁজ হয়ে যায় তারা পুলিশকে বিষয়টি জানায় এবং খোঁজাখুঁজি ও তারা শুরু করেছিল আজ সকালে ভাইয়ের মৃতদেহ একটি আম গাছে ঝুলতে দেখে। গত মঙ্গলবার মদ্যপ অবস্থায় ভাই বাড়িতে ঢুকে ছিল তাতেই বাবা-ভাইকে বকাবকি করে এবং তারপরই ভাই বাড়ি থেকে বেরিয়ে যায় আর বাড়ি ফিরে আসেনি। আমাদের সন্দেহ বাবার বকাবকি হলে বাবার প্রতি মান অভিমান করে সে আত্মহত্যা করেছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours