নাম জেনে ৩০ জনকে খুন করেছে এরা, জানুন কাশ্মীর হামলার পিছনে এই টিআরএফের ঠিকুজি-কুষ্ঠি
কাশ্মীরে জঙ্গি হামলার পরই কেন নেটিজেনদের নিশানায় অমিতাভ?
ভয়ঙ্কর’, জঙ্গি হামলা নিয়ে ক্ষোভ উগরে দিলেন ভারতে সফররত আমেরিকার ভাইস প্রেসিডেন্ট
হৃদয়বিদারক! ন্যক্কারজনক’, কাশ্মীরে জঙ্গি হামলায় ফুঁসছে বলিউড
কোথাও শেখায় না মানুষ মারো’, ভাস্বরের কাশ্মীরি মুসলিম বন্ধুদের আর্তনাদ
আজ দুপুর 1 নাগাদ কাকদ্বীপ বামুন মোড়ের মাছ বাজারের সামনে একটি লড়ি ও একটি যাত্রীবাহী টোটোর সংঘর্ষ হয় । স্থানীয় সূত্রে জানা যায় লরিটি সেই যাত্রীবাহী টোটোটিকে পেছন থেকে ধাক্কা দেয় এবং টোটোটি সঙ্গে সঙ্গে উল্টে যায় । এই সংঘর্ষের আহত হয় ঐ টোটোতে থাকা তিনজন প্যাসেজার এবং একটি মহিলা । আহত ব্যক্তিদের স্থানীয় লোকজন কাকদ্বীপ হাসপাতালে নিয়ে যায় সঙ্গে সঙ্গে । এবং সব চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ঐ সংঘর্ষের জায়গায় আগে থেকেই সিভিল পুলিশ ডিউটিতে ছিলো কিন্তু ঐ লরি টিকে ধরতে পারেনি
kakdwip
ReplyDelete