আজ দুপুর 1 নাগাদ কাকদ্বীপ বামুন মোড়ের মাছ বাজারের সামনে একটি লড়ি ও একটি যাত্রীবাহী টোটোর সংঘর্ষ হয় । স্থানীয় সূত্রে জানা যায় লরিটি সেই যাত্রীবাহী টোটোটিকে পেছন থেকে ধাক্কা দেয় এবং টোটোটি সঙ্গে সঙ্গে উল্টে যায় । এই সংঘর্ষের আহত হয় ঐ টোটোতে থাকা তিনজন প্যাসেজার এবং একটি মহিলা । আহত ব্যক্তিদের স্থানীয় লোকজন কাকদ্বীপ হাসপাতালে নিয়ে যায় সঙ্গে সঙ্গে । এবং সব চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ঐ সংঘর্ষের জায়গায় আগে থেকেই সিভিল পুলিশ ডিউটিতে ছিলো কিন্তু ঐ লরি টিকে ধরতে পারেনি
Subscribe to:
Post Comments (Atom)
kakdwip
ReplyDelete