গতকাল দুপুরের পর আবহাওয়ার কিছুটা হলেও উন্নতি হয়েছে। তবে শনিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ। আজও রাজ্যে বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। তবে আগামিকাল থেকে আবহাওয়ার অনেকটাই পরিবর্তন হবে বলে জানানো হয়েছে।

শহর কলকাতার পাশাপাশি দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। উভয়ই স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৪ শতাংশ ও সর্বনিম্ন পরিমাণ ৬৫ শতাংশ।

প্রসঙ্গত, উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখার কারণে চলতি সপ্তাহে বুধবার থেকে নাগাড়ে বৃষ্টি হচ্ছে রাজ্যের বিভিন্ন জেলায়। যার ফলে রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হাওড়ার উদয়নারায়ণপুর, আমতা, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, হুগলির খানাকুলের একাধিক এলাকা কার্যত জলের তলায়। ঘরছাড়া বহু মানুষ।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours