আজ দক্ষিণ ২৪ পরগণা জেলার অন্তর্গত ফ্রেজারগঞ্জ এলাকায় আনুমানিক ভোর  তিনটে সাড়ে তিনটে নাগাদ  সমুদ্রের চরে একটি  প্রকান্ড আকৃতির ডলফিন মাছ দেখা যায়  । ধারণা করা যায়  ১৫ থেকে ২০ ফুট লম্বা এই প্রকান্ড ডলফিন মাছটি    । এই ঘটনাকে কেন্দ্র করে ঐ এলাকায় চাঞ্চল্যের কর পরিস্থিতি  সৃষ্টি হয় 



। মাছটি ফেজারগঞ্জ অঞ্চলের সমুদ্রের তীরে মৃত অবস্থায় পাওয়া যায় ।  সম্ভব ধারণা করা যায় মাছটি  একটি সামুদ্রিক জাহাজের ধাক্কা লেগে আহত হয় এবং  জোয়ারে জলে মাছটি  সমুদ্রে চরে  উঠে আসে ।  সাধারণত বর্তমান দিনে দাঁড়িয়ে  সমুদ্র দূষনের কারনে বহু প্রজাতি  মাছ আজ বিপন্ন যেমন ডলফিন , টিলা, খোকশা, অ্যালং, কাশ খাইরা, কালাবাটা, ভাঙন, বাটা প্রভৃতি মাছ  বর্তমান দিনে আজ বিপন্ন । কিন্তু আজ  দক্ষিণ ২৪ পরগনা জেলার ফ্রেজারগঞ্জ  এলাকায় এই বিপন্ন প্রজাতির ডলফিন  মাছ দেখা যায়।  পরে ঐ এলাকার স্থানীয় লোকজন বনদফতরে খবর দেন এবং বনদফতরে কর্মীরা এসে মাছটি উদ্ধার করে ও মাছটিকে নিয়ে যায়

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours