চার মাসে জোড়া-রহস্যমৃত্যু! IIT খড়্গপুরে উদ্ধার আর এক পড়ুয়ার ঝুলন্ত দেহ
আজই ‘যোগ্য-অযোগ্য’ তালিকা প্রকাশ করবে SSC? তাকিয়ে গোটা বাংলা
নিজের স্ত্রীকে ধারার অস্ত্র দিয়ে কুপিয়ে খুন, পলাতক অভিযুক্ত স্বামী
ক্ষতিপূরণ চাই না, স্থায়ী BSF ক্যাম্প চাই’, তৃণমূলের প্রতিনিধিদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন জাফরাবাদে মৃত চন্দনের দিদি
মুখ দেখাদেখিও বন্ধ ছিল, ২০ বছর পর ‘ভাব’ হচ্ছে উদ্ধব ও রাজ ঠাকরের? মহারাষ্ট্রে রাজনীতিতে জোর জল্পনা
সল্টলেক সেক্টর ফাইভে যাওয়া আরও সহজ হতে চলেছে। সেক্টর ৫ থেকে শিয়ালদহ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর ট্রায়াল রান শনিবার অর্থাত্ আজ থেকে শুরু হচ্ছে। বর্তমানে সল্টলেক সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত সাধারণ যাত্রীদের জন্য মেট্রো চলাচল করছে। এদিকে ফুলবাগান থেকে শিয়ালদহ পর্যন্ত একদিকে সুরঙ্গ তৈরির কাজ প্রায় শেষ। রেললাইন থেকে থার্ডলাইন পাতার কাজও শেষ হয়ে গিয়েছে। শুরু করা হয়েছে চার্জিং। অন্যদিকে, শিয়ালদহ মেট্রো স্টেশনের কাজও প্রায় শেষ। সূত্রের খবর, শনিবার থেকে সেক্টর ৫ থেকে শিয়ালদহ পর্যন্ত পরীক্ষামূলকভাবে ছুটবে যাত্রীবিহীন এই ট্রেন। সব ঠিকঠাক থাকলে পুজোর পরেই যাত্রী সাধারণের জন্য খুলে দেওয়া হবে শিয়ালদহ স্টেশন। ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে শিয়ালদহ হতে চলেছে সবচেয়ে বড় স্টেশন। শিয়ালদহ স্টেশনে থাকছে ৩০ টি টিকিট কাউন্টার, ১৮ টি এসক্যালেটর, ৫ টি লিফট, ৯ টি সিঁড়ি। শিয়ালদহ স্টেশনে থাকছে মোট ৩ টি প্ল্যাটফর্ম। প্রতিদিনই বহু যাত্রী ওঠানামা করবে বলে রাখা হয়েছে আইল্যান্ড প্ল্যাটফর্ম।
আপ ও ডাউন লাইনের জন্য দু'টি প্ল্যাটফর্ম ছাড়াও মাঝে থাকছে বিশেষ 'আইল্যান্ড' প্ল্যাটফর্ম। শিয়ালদহ স্টেশনে মেট্রোর দরজা খুলবে দু'দিকেই। সুবিধা পাবে যাত্রীরা। এর ফলে শিয়ালদহ স্টেশন সংযোগের ফলে আরও অনেকটা বাড়বে। শিয়ালদহের যাত্রী-সহ সল্টলেকের বিভিন্ন প্রান্তে পৌঁছতে এই মেট্রোর ভূমিকা অনস্বীকার্য হবে বলেই মনে করা হচ্ছে। সেই সঙ্গে সেক্টর ৫-এ যাওয়া অফিসযাত্রীদেরও অনেকটা সুবিধা হবে। খুব দ্রুত এই মেট্রো চালুর জন্য সবদিক খতিয়ে দেখছে মেট্রো কর্তৃপক্ষ।
Post A Comment:
0 comments so far,add yours