ক্যাম্পাসের মধ্যে উদ্ধার দগ্ধ দেহ। রহস্যজনকভাবে মৃত্যু আইআইটি মাদ্রাজের লেকচারারের। সূত্রের খবর, আইআইটির ক্যাম্পাসের ভিতরে একটি বাকি মাঠের কাজ থেকে উদ্ধার করা হয়েছে দেহ।
মৃত ওই লেকচারারের নাম উন্নিকৃষ্ণন নায়ার। বয়স ৩০। বাবা ইসরোতে কর্মরত। এ বছরের এপ্রিলেই তিনি বি টেক পাস করে আইআইটি মাদ্রাজে প্রোজেক্ট অ্যাসোসিয়েট এবং গেস্ট লেকচারার হিসেবে যোগদান করেন। জানা গিয়েছে বৃহস্পতিবার সকালেই তিনি কেরালা থেকে ক্যাম্পাসে ফিরেছিলেন। আর তারপর বিকেলেই হকি খেলার মাঠের পাশে কয়েকজন পড়ুয়া তাঁকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। এরপরই কোট্টরপুরম থানায় জানানো হয়। পুলিশ এসে তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
জানা গিয়েছে, চেন্নাইয়ের ভেলাচেরিতে দুই রুমমেটের সঙ্গে থাকতেন তিনি। উন্নিকৃষ্ণনের ঘর থেকে একটি ১১ পাতার সুইসাইড নোট মিলেছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান উন্নিকৃষ্ণন আত্মহত্যা করেছেন। তবে কী কারণে এই চরম সিদ্ধান্ত নিয়েছেন বা এর পিছনে অন্য কোনও ঘটনা রয়েছে কিনা তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। ইতিমধ্যে সিআরপিসি ১৭৪ ধারায় মামলা রুজু করা হয়েছে।
Post A Comment:
0 comments so far,add yours