নাম জেনে ৩০ জনকে খুন করেছে এরা, জানুন কাশ্মীর হামলার পিছনে এই টিআরএফের ঠিকুজি-কুষ্ঠি
কাশ্মীরে জঙ্গি হামলার পরই কেন নেটিজেনদের নিশানায় অমিতাভ?
ভয়ঙ্কর’, জঙ্গি হামলা নিয়ে ক্ষোভ উগরে দিলেন ভারতে সফররত আমেরিকার ভাইস প্রেসিডেন্ট
হৃদয়বিদারক! ন্যক্কারজনক’, কাশ্মীরে জঙ্গি হামলায় ফুঁসছে বলিউড
কোথাও শেখায় না মানুষ মারো’, ভাস্বরের কাশ্মীরি মুসলিম বন্ধুদের আর্তনাদ
ফের খুলে যাচ্ছে কালীঘাট মন্দিরের গর্ভগৃহ। শনিবার সকাল থেকেই ভক্তরা ফুল,মালা ও মিষ্টি ইত্যাদি নিয়ে মা কালীকে পুজো দিতে পারবেন। তবে করোনা বিধি মেনে একই সঙ্গে মোট ১০ জন ব্যক্তি গর্ভগৃহে পুজো দিতে যেতে পারবেন। কোভিড পরিস্থির জন্য এতদিন বন্ধ ছিল মন্দিরের গর্ভগৃহ। তবে এবার সকলেই গর্ভগৃহে ঢুকে মায়ের কাছে প্রার্থনা জানাতে পারবেন। মা কালীর মন্দিরগুলির মধ্যে খুবই জাগ্রত এবং খ্যাতনামা এই কালীঘাট। তাই এখানে ভক্তদের ভিড় হয় দেখার মতো। সকাল ৬ টা থেকে বেলা ১২টা পর্যন্ত এবং বিকেলে ৪টে থেকে ৭টা পর্যন্ত খোলা থাকবে মন্দির। এই সময় পুজো দিতে পারবেন পূর্ণ্যার্থীরা। তবে মাস্ক পরিধান করতে হবে সকলকে। এতদিন মন্দির খোলা থাকলেও, ভক্তরা কেউই মন্দিরে ঢুকে পুজো দিতে পারতেন না। গর্ভগৃহে প্রবেশের অনুমতি না থাকার জন্য বাইরে থেকেই পুজো দিতে হত। কিন্তু শনিবার সকাল থেকে উঠে যেতে চলেছে সেই নিষেধাজ্ঞা। যার ফলে মন্দিরের গর্ভগৃহে ঢুকেই পুজো দিতে পারবেন সকলে। তবে কিছু জিনিস নিয়ে যাওয়ার ক্ষেত্রে থাকছে বিধি-নিষেধ।
Post A Comment:
0 comments so far,add yours