যুবক খুন ঘিরে চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার বিধানসভার পারুলিয়া কোষ্টাল থানা এলাকার মাঝেরহাটের। নিহত যুবক এন্দাদুল শাহ। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন যুবক এন্দাদুল শাহ।পরে রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এমনকি যুবকের ফোন বন্ধ পাওয়া যায়। এরপরেই আজ সকাল থেকে পারুলিয়া কোষ্টাল থানার পুলিশ যুবকের খোঁজে এলাকায় তল্লাশি শুরু করে। ঘটনার জেরে ওবিরুল পাইক নামে এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।  অন্যদিকে বিকেলে হাত পা বাঁধা অবস্থায় মাঠের মধ্যে জলাশয় থেকে যুবকের দেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠায়। 

অন্যদিকে টাকা লেনদেনের জন্য খুন করা হয়েছে যুবককে এমনটাই পুলিশের প্রাথমিক অনুমান। 

ঘটনার পর থেকে থমথমে গোটা এলাকা।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours