তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন এবারে বিধানসভায় বিধান পরিষদ গঠিত হবে। আর মানুষের আশীর্বাদে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েই মন্ত্রিসভার বৈঠকে পাশ হয় বিধান পরিষদ গঠনের প্রস্তাব। আর আজ বিধানসভায় সেই প্রস্তাব রাখা হয়। বিজেপির তরফে আগেই জানানো হয়েছিল, প্রস্তাবে ভোটাভুটি হলে তবেই এই বিষয়ে আলোচনা করবেন তারা। সেই কথামতো, বিধানসভায় বিধান পরিষদ নিয়ে ভোটাভুটি হয়। আর তাতে প্রস্তাবে পক্ষে ভোট পড়েছে ১৯৬টি ও বিপক্ষে ভোট পড়েছে ৬৯ টি। এদিন বিধানসভায় মোট ২৬৫ জন বিধায়ক উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours