রমরম করে চলছিল গাঁজার বেআইনি কারবার। নতুন বোলেরো গাড়িও কিনে ফেলেছিল পাচারকারীরা। এই চক্রের দুই যুবককে ধরার জন্য তক্কেতক্কেই ছিল দুর্গাপুরের কোকওভেন থানার পুলিশ। মঙ্গলবার প্রায় ১৬ কেজি গাঁজা ও নগদ ৮০ হাজার টাকা সহ ওই দু'জনকে পাকড়াও করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম বীরেন কর ও প্রশান্ত রক্ষিত। বীরেন বাঁকুড়ার রাজগ্রামের বাসিন্দা। সেই এই চক্রের মূল পান্ডা বলে মনে করা হচ্ছে। গোপন সূত্রে খবর পেয়ে, দুর্গাপুর ব্যারেজ সংলগ্ন বীরভানপুর বিসর্জন ঘাটের কাছে ওত পেতেছিল পুলিশ। খবর ছিল, এখানেই গাঁজা নিয়ে হাজির হবে দুজন। টাকাপয়সার লেনদেনও হবে। পুলিশ জানায়, সাদা রঙের বোলেরো গাড়ি চেপে ঠিক সময়েই ঘটনাস্থলে এসেছিল বীরেন ও প্রশান্ত। গাড়িটি দেখেই সজাগ হয়ে যান পুলিশকর্মীরা। ঘিরে ফেলা হয় গাড়ি। গাঁজা ও নগদ টাকা সহ হাতেনাতে ধরা পড়ে দুই যুবক। গাড়িটা বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জেরায় ধৃতরা স্বীকার করেছে ওড়িশা থেকে গাঁজা এনে বাঁকুড়া, আসানসোলের বেশ এলাকায় পাচার করে তারা। আরও অন্যান্য জেলাতেও গাঁজা সরবরাহ করা হয়। ধৃতদের ৮ দিনের পুলিশি হেফাজত চেয়ে আসানসোল আদালতে পেশ করা হয়েছে। পুলিশ জানাচ্ছে, এই চক্রের জাল কতটা ছড়িয়েছে তা জানার চেষ্টা করা হচ্ছে। শিল্পাঞ্চল এলাকায় কোনও বড় অপরাধ চক্রের সঙ্গে এদের যোগসাজস আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours