নিজের বাড়িতেই খুন হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর স্ত্রী। খাস রাজধানীতে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দিল্লির বসন্ত বিহার অঞ্চলে নিজের বাড়িতে খুন করা হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পিআর কুমারামঙ্গলমের স্ত্রী কিট্টি কুমারামঙ্গলমকে। মঙ্গলবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে বলে খবর। ইতিমধ্যে একজনকে গ্রেফতারও করা হয়েছে। তদন্ত চলছে। পুলিশ সূত্রের খবর, রাতে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে কিট্টি কুমারামঙ্গলমকে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত ৯টা নাগাদ স্থানীয় ধোপা আরও দুজনকে সঙ্গে নিয়ে প্রাক্তন মন্ত্রীর বাড়ি ঢোকে। ডাকাতি করার উদ্দেশ্য ছিল তাদের। বাড়ির কাজের লোককে একটি ঘর বন্দি করে রাখা হয়। তারপরেই দুষ্কৃতীরা চড়াও হয় কিট্টি কুমারামঙ্গলমের উপর। রাত ১১টা নাগাদ পুলিশে খবর দেওয়া হয়। ঘটনার মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু বাকি দুজন পলাতক। তাদের জন্য তল্লাশি চালাচ্ছে পুলিশ। সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে কর্তব্যরত ছিলেন কিট্টি কুমারামঙ্গলম। তাঁর স্বামী পিআর কুমারামঙ্গলম ১৯৮৪ সালে প্রথম লোকসভায় মনোনীত হন। এরপর ১৯৯১ থেকে ১৯৯৮ পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours