এবার শিক্ষকদের জন্য নয়া প্রকল্প আনল রাজ্য। বৃহস্পতিবার নতুন প্রকল্পের ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রকল্পের নাম 'উত্‍সশ্রী'। বাড়ির কাছে বদলি চাইলে সরকারি স্কুলের স্থায়ী শিক্ষকরা এই পোর্টালে আবেদন করতে পারবেন। নিজের জেলা বা নিজের বাড়ির কাছে যে সমস্ত শিক্ষক-শিক্ষিকারা বদলি চাইলে সেই বিষয়টি অনেকদিন ধরে আটকে ছিল বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আর এবার সেই সমস্যার সমাধানে এগিয়ে এল রাজ্য। তবে কবে থেকে এই প্রকল্প চালু হবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনো স্পষ্ট করে জানানো হয়নি।


তবে একটা স্কুলে সকলেই যদি এক জেলায় বদলি হতে চান সেটা সম্ভব নয়। তবে অ্যাডজাস্ট করে এই বদলি করা হবে। তিনি আরও জানান, শিক্ষক-শিক্ষিকা নিজেরাই বদলির জন্য আবেদন করতে পারবেন। তাদের আবেদন খতিয়ে দেখে ব্যবস্থা নেবে শিক্ষা দপ্তর। রাজ্যের এই উদ্যোগে খুশি শিক্ষক-শিক্ষিকারা।

প্রসঙ্গত, চাকুরীরত শিক্ষক-শিক্ষিকাদের দাবি ছিল তাঁদের নিজেদের জেলায় বদলি করার। আর সেই নিয়ে বিভিন্ন রকমের জটিলতাও ছিল বলে অভিযোগ জানান শিক্ষক-শিক্ষিকারা। এবার মুশকিল আসান করতে চলেছে রাজ্য।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours