দেশে স্টাফ সিলেকশান কমিশনের(এসএসসি) পরীক্ষা শুরু হবে আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে। পরীক্ষার অ্যাডমিট কার্ড হাতে এসে পৌঁছেছে ডাকযোগে। কিন্তু আঁতকে উঠল এক ছাত্রী খাম খুলে কার্ড বের করতেই। কারণ সে দেখতে পেলো, এক নামকরা অভিনেত্রীর অর্ধনগ্ন ছবি তার ছবির জায়গায় ছাপা হয়েছে অ্যাডমিট কার্ডে।

    দেশের বিহারে ঘটনাটি ঘটেছে। নালন্দার বাসিন্দা হল ওই পরীক্ষার্থী। ওই অ্যাডমিট কার্ড ইস্যু করেছিল বিহার স্টাফ সিলেকশন কমিশন (বিএসএসসি) গত ৮ জানুয়ারি। কিন্তু ঘটনাচক্রে,এক নামী অভিনেত্রীর টপলেস ছবি চলে আসে অ্যাডমিট কার্ডে যে জায়গায় পরীক্ষার্থীর ছবি থাকার কথা সেখানে।এই অ্যাডমিটের ছবি ইন্টারনেটে ভাইরাল হয়ে যাওয়ার ঘটনা আরও বাড়িয়েছে পরীক্ষার্থীর অস্বস্তিকে।
    Share To:

    kakdwip.com

    Post A Comment:

    0 comments so far,add yours