ভারতের ‘মিনি ব্রাজিল’, মারাদোনা-মেসি; ফুটবল বন্দনায় প্রধানমন্ত্রী মোদী
গুজরাট হিংসার পিছনে কী কারণ? মুখ খুললেন মোদী
সমস্যায় পড়লে কী করা দরকার? যুব সমাজকে বড় পরামর্শ মোদীর
ট্রাম্পের সঙ্গে এত ভাল সম্পর্কের রসায়ন কী? ‘আমেরিকা প্রথম’ নীতি নিয়েও মুখ খুললেন মোদী
সাদা মনে কাদা নেই’, সুদীপের ‘অসুস্থতা’ নিয়ে বললেন কুণাল, জবাব দিলেন নয়না
বলিউডে নতুন জুটি। এবার নওয়াজউদ্দিন সিদ্দিকির বিপরীতে অভিনয় করবেন কঙ্গনা রানাউত । কানাঘুষো তেমনটাই শোনা যাচ্ছে। সম্প্রতি 'বলিউড ক্যুইন' খোদ ঘোষণা করেছেন এই ছবির। কারণ কঙ্গনা এই ছবিতে প্রযোজকের ভূমিকাতেও রয়েছেন।
নওয়াজের নায়িকা যখন কঙ্গনা, এই ছবি নিয়ে যে দর্শকদের একটা আলাদা কৌতূহল থাকবে, তা বলাই বাহুল্য। সিনেমার নাম- 'টিকু ওয়েডস শেরু'। সূত্রের খবর, বিয়ে, দাম্পত্য খুনসুটির গল্প বলবে এই ছবি। উল্লেখ্য, নওয়াজের বিপরীতে নায়িকা হিসেবে যদি কঙ্গনাকে দেখা যায়, তাহলে এই প্রথমবার নওয়াজের সঙ্গে জুটি বাঁধবেন কঙ্গনা। বলিউডের দুই ডাকসাইটে অভিনেতা। দর্শকদের কৌতূহলও তুঙ্গে। উল্লেখ্য, কঙ্গনার প্রযোজনা সংস্থা 'মনিকর্ণিকা ফিল্মস'-এর ব্যানারেই তৈরি হবে এই ছবি। খুব শিগগিরিই শুরু হবে 'টিকু ওয়েডস শেরু'র শ্যুটিং, জানা গিয়েছে প্রযোজনা সংস্থার তরফেই।
'মনিকর্ণিকা ফিল্মস'-এর তরফে নওয়াজউদ্দিনের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়াতেই আনুষ্ঠানিক ঘোষণা করে বলা হয়েছে- 'এই প্রজন্মের অন্যতম সেরা অভিনেতা 'টিকু ওয়েডস শেরু' টিমে যোগ দিয়েছেন।' অভিনেতাকে স্বাগত জানিয়েছেন প্রযোজক-অভিনেত্রী কঙ্গনাও।
উল্লেখ্য, এর আগে এই ছবিতে অভিনয় করার কথা ছিল ইরফান খানের। তবে অভিনেতার প্রয়াণের পর 'টিকু ওয়েডস শেরু'র কাস্টিং নিয়ে সমস্যায় পড়েন নির্মাতারা। এরপর প্রস্তাব যায় নওয়াজের কাছে। অমত করেননি তিনি।
Post A Comment:
0 comments so far,add yours