বলিউডে নতুন জুটি। এবার নওয়াজউদ্দিন সিদ্দিকির বিপরীতে অভিনয় করবেন কঙ্গনা রানাউত । কানাঘুষো তেমনটাই শোনা যাচ্ছে। সম্প্রতি 'বলিউড ক্যুইন' খোদ ঘোষণা করেছেন এই ছবির। কারণ কঙ্গনা এই ছবিতে প্রযোজকের ভূমিকাতেও রয়েছেন।

নওয়াজের নায়িকা যখন কঙ্গনা, এই ছবি নিয়ে যে দর্শকদের একটা আলাদা কৌতূহল থাকবে, তা বলাই বাহুল্য। সিনেমার নাম- 'টিকু ওয়েডস শেরু'। সূত্রের খবর, বিয়ে, দাম্পত্য খুনসুটির গল্প বলবে এই ছবি। উল্লেখ্য, নওয়াজের বিপরীতে নায়িকা হিসেবে যদি কঙ্গনাকে দেখা যায়, তাহলে এই প্রথমবার নওয়াজের সঙ্গে জুটি বাঁধবেন কঙ্গনা। বলিউডের দুই ডাকসাইটে অভিনেতা। দর্শকদের কৌতূহলও তুঙ্গে। উল্লেখ্য, কঙ্গনার প্রযোজনা সংস্থা 'মনিকর্ণিকা ফিল্মস'-এর ব্যানারেই তৈরি হবে এই ছবি। খুব শিগগিরিই শুরু হবে 'টিকু ওয়েডস শেরু'র শ্যুটিং, জানা গিয়েছে প্রযোজনা সংস্থার তরফেই।

'মনিকর্ণিকা ফিল্মস'-এর তরফে নওয়াজউদ্দিনের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়াতেই আনুষ্ঠানিক ঘোষণা করে বলা হয়েছে- 'এই প্রজন্মের অন্যতম সেরা অভিনেতা 'টিকু ওয়েডস শেরু' টিমে যোগ দিয়েছেন।' অভিনেতাকে স্বাগত জানিয়েছেন প্রযোজক-অভিনেত্রী কঙ্গনাও।

উল্লেখ্য, এর আগে এই ছবিতে অভিনয় করার কথা ছিল ইরফান খানের। তবে অভিনেতার প্রয়াণের পর 'টিকু ওয়েডস শেরু'র কাস্টিং নিয়ে সমস্যায় পড়েন নির্মাতারা। এরপর প্রস্তাব যায় নওয়াজের কাছে। অমত করেননি তিনি।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours