করোনার দ্বিতীয় ঢেউয়ের আতঙ্ক কাটতে না কাটতে রাজ্যে আগমন ঘটেছে করোনার তৃতীয় ঢেউয়ের। তাই বর্তমানে এই করণা মহামারীর বিরুদ্ধে যুদ্ধে জয়লাভের একমাত্র মোক্ষম অস্ত্র হলো ভ্যাকসিনেশন। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন স্তরে বিভিন্ন পদ্ধতিতে কভিড ভ্যাকসিন দেওয়া চলছে। এরই মধ্যে অন্যতম হলো দুয়ারে ভ্যাকসিন প্রকল্প। স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে লম্বা লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে নিজেকে ক্লান্ত অনুভব করার হাত থেকে অনেকটাই রেহাই দিচ্ছে এই দুয়ারে ভ্যাকসিন প্রকল্প ।আজ নামখানা সমষ্টি উন্নয়ন অফিসে দুয়ারে ভ্যাকসিন প্রকল্পের মাধ্যমে প্রায় 100 জনকে কভিড ভ্যাকসিন দেওয়া হল। এই বিষয়ে নামখানা সমষ্টি উন্নয়ন আধিকারিক সান্তনু সিংহ ঠাকুরের সঙ্গে কথা বলে জানা যায় আজকে বিডিও অফিসে মূলত তারাই ভ্যাকসিন পেল যারা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে ফ্রন্টলাইন ওয়ার্কার হিসেবে কাজ করে চলেছেন। মূলত আজকে নামখানা ব্লকের বেশ কিছু মিডিয়া পারসন এবং সিভিল ডিফেন্স এর কর্মীরা কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ পেল। তবে শুধু আজ নয় এর আগেও নামখানা বিডিও অফিসের ব্যবস্থাপনায় নামখানা ব্লক এর বিভিন্ন স্তরের মানুষ কভিড ভ্যাকসিন পেয়েছেন।
Home
Daily News
s24pgs news
WB News
আজ নামখানা সমষ্টি উন্নয়ন পক্ষ থেকে ১০০জন কে ভ্যাকসিন দেওয়া হলো
Subscribe to:
Post Comments (Atom)
Post A Comment:
0 comments so far,add yours