১ জুলাই : দাবায় বিশ্ব রেকর্ড গড়ে ফেলল ভারতীয় বংশোদ্ভূত ক্ষুদে প্রতিভা অভিমন্যু মিশ্র (Abhimanyu Mishra)। মাত্র ১২ বছর ৪ মাস ২৫ দিন বয়সেই দাবার তিনটি আইএম নর্ম সম্পূর্ণ করে গ্রান্ড মাস্টারের খেতাব জিতে নিয়েছে অভিমন্যু। বুধবার আমেরিকার লুকা ম্যান্ডোজাকে শেষ রাউন্ডে হারিয়ে সেরার শিরোপা জিতে নেয় সে। কালো ঘুঁটি নিয়ে ২৫০০ এলো রেটিংও সম্পূর্ণ করেছে। মার্কিন মুলুকের নিউজার্সিতে থাকে অভিমন্যুরা। দীর্ঘদিন ধরে তার পরিবার প্রবাসী। দাবা মহলে অভি নামে পরিচিত এই নাবালক রাশিয়ার সের্গেই কাজার্কিনের রেকর্ড ভেঙে দিয়েছে। সের্গেই কাজার্কিনের বয়স এখন ১৯ বছর। রেকর্ড হাতছাড়া হওয়ায় তিনি কার্যতই হতাশ। তবে একই সঙ্গে অভিমন্যু মিশ্রকে শুভেচ্ছা জানাতেও ভোলেননি। - 



এই প্রসঙ্গে কাজার্কিন বলেছেন, "বেশ কয়েক বছর ধরে শুনে আসছিলাম যে কোনও এক ভারতীয় আমার রেকর্ড ভেঙে দেবে। সেটা ঘটল, তবে দেরি করে ঘটায় বেশ স্বস্তি পেলাম। অভি দারুণ প্রতিভা ঠিক পথে এগোলে আরও অনেক বিস্ময় আমাদের জন্য অপেক্ষা করছে।" বছর দুয়েক আগে দাবার কিংবদন্তী বিশ্বসেরা গ্যারি কাসপারভের সঙ্গে এই হাঙ্গেরিতেই অভির দেখা হয়। ক্ষুদে গ্রান্ড মাস্টার তখন একটি টুর্নামেন্টে খেলছিল। তা দেখে বিশ্বসেরা দাবাড়ু বলেছিলেন, এই ছেলে অনেকদূর যাবে। ২ বছরের মধ্যে সেই ভবিষ্যতবাণী ফলে গেল। তবে জিএম হয়ে বেশ নার্ভাস অভিমন্যু। তার সঙ্গে কথা বলতে এলেই সোজা বাবার দিকে দেখিয়ে দিচ্ছে।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours