ফাঁকা বাড়িতে একাকী প্রৌঢ়াকে পেপার স্প্রে দিয়ে কাহিল করে ছিনতাইয়ের চেষ্টা বারাসতে। জনবহুল এলাকায় প্রৌঢ়ার চিত্‍কারে এক মহিলাকে ধরে ফেলেন স্থানীয়রা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বারাসতের নবপল্লিতে।

রূপা গঙ্গোপাধ্যায় নামে ওই আক্রান্ত মহিলা জানিয়েছেন, শনিবার দুপুরে নবপল্লিতে কৈলাস আবাসনের ফ্ল্যাটে একাই ছিলেন তিনি। তখন ২ অজ্ঞাতপরিচয় যুবক - যুবতী কলিং বেল বাজায়। দরজা খোলা মাত্র তাঁর চোখে-মুখে পেপার স্প্রে করে যুবকটি। এরপরই কিছুক্ষণের জন্য দৃষ্টিশক্তি হারান তিনি। এর মধ্যেই দু'জন তাঁর গলা থেকে সোনার হারটি ছিনিয়ে নেয়। সঙ্গে তাঁকে মারধর করতে থাকে।

আক্রান্ত হয়েছেন বুঝে চিত্‍কার করতে থাকেন ওই মহিলা


চিত্‍কার শুনে আবাসনের অন্যান্য বাসিন্দাদের ছুটে এলে যুবতীকে হাতেনাতে ধরে ফেলে, কিন্তু যুবকটি পালিয়ে যায়। খবর যায় বারাসত থানায়। পুলিশ এসে ওই মহিলাকে আটক করে।

যুবতীকে জিজ্ঞাসাবাদ করে পলাতক যুবকের খোঁজ শুরু করেছে পুলিশ।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours