দক্ষিণ ২৪ পরগনা জেলার মুড়িগঙ্গা নদীর উপর ঘোড়ামারা টেকার কাছে একটি বাংলাদেশি বার্জ হলদিয়া থেকে ছাই ভর্তি করে নিয়ে বাংলাদেশের দিকে যাওয়ার পথে রাতের দিক নির্ণয় না করতে পেরে চড়ায় ধাক্কা মেরে কাত হয়ে যায় এবং বার্জের ভেতর হালকা জল ঢুকতে শুরু করে, তখনই তারা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে শুরু করে, ঘোড়ামারা দ্বীপের নদীর পাড়ে স্থানীয় বাসিন্দারা ওই চিৎকার শুনতে পেয়ে তারা নদীর পাড়ে গিয়ে দেখে যে বাংলাদেশের বার্জেটি বিপদজনক অবস্থায় রয়েছে, তারপর তারা সাগর থানায় খবর দেয়, খবর পেয়ে ঘটনাস্থলে ওই বার্জে থাকা নাবিক দের উদ্ধার করতে পৌঁছে যায় সাগর থানার বিশাল পুলিশবাহিনী,
রাতে প্রশাসন সূত্রে জানা যায় যখন তারা উদ্ধারের জন্য ওই বার্জটির কাছে পৌঁছায় তখন সবে ভাটা শেষ হয়ে জোয়ার পড়ছিল সেই জোয়ারের সেই বার্জটি সোজা হয়ে যায়, তারপর তারা ওই বার্জটি নিয়ে বাংলাদেশে যাওয়ার জন্য নামখানার দিকে রওনা দেয় হতাহতের কোনো খবর নেই
Post A Comment:
0 comments so far,add yours