আমাদের নেতা’, অভিষেককে এভাবেই সম্বোধন করলেন বক্সী
হোলির রাতে রক্তে ভাসল কালিয়াচক! বাইক থামিয়ে কোপের পর কোপ, ঘটনাস্থলেই মৃত্যু যুবকের, হাসপাতালে দাদা
মাঝরাতে লঙ্কা ক্ষেত থেকে কৃষকের রক্তাক্ত দেহ উদ্ধার, ব্যাপক উত্তেজনা ভাঙড়ে! খুনের দাবি পরিবারের
হরিনাম সংকীর্তন উপলক্ষে বাড়ি ফিরেছিল! সাতসকালেই দুই বন্ধুর মৃতদেহ উদ্ধার ঘনাচ্ছে রহস্য, খুন নাকি দুর্ঘটনা? ধন্দে গ্রাম
দহন জ্বালার মধ্যেই স্বস্তি দিতে আসছে বৃষ্টি, সঙ্গে ঝড়! দিনক্ষণ জানিয়ে দিল আবহাওয়া দফতর
বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতাঃ-মঙ্গলবার বেলা বারোটা নাগাদ পালান ইন্ডাস্ট্রিজ নামে মহেশতলার ওই শিল্পতালুকে আগুন লেগে যায়। তারপর তা সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে আশেপাশের কারখানাগুলিতে।
মহেশতলার ওই রাসায়নিক কারখানা থেকে ছড়িয়ে পড়া আগুন পুরোপুরি বাগে আনতে দমকলের অনেক সময় লাগছে। তার পাশাপাশি দুটি কারখানায় সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। ওই কারখানায় রাসায়নিক ও দাহ্য পদার্থ থাকার জন্য জলের পাশাপাশি আগুন নেভাতে ব্যবহার করা হচ্ছে ফোম। তারপরে আগুনের পরিস্থিতি বুঝে আনা হয় রোবট। এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে তড়িঘড়ি করে আসেন দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি বললেন, বেশিরভাগ কারখানাগুলোতে মজুদ করা আছে রাসায়নিক দাহ্য পদার্থ। তাই আগুন নিয়ন্ত্রণে আনতে অনেক সময় লাগছে। এই জায়গাটি একটি শিল্প কারখানা এলাকা। এখানে অধিকাংশ কারখানাতেই রাসায়নিক তৈরি হতো ও রাসায়নিক মজুত থাকতো, তার ফলেই কিন্তু আগুনের তীব্রতা এত বেশি হয়েছে। মোট দমকলের বারোটা ইঞ্জিন কাজ করছে। একটি ফোম টেন্ডার ও রয়েছে। খুব তাড়াতাড়ি আগুন নিয়ন্ত্রনে আনার জন্য রোবট আনা হয়েছে।
প্রথমে একটি স্যানিটাইজার গোডাউনে আগুন লেগেছিল তারপর সেই আগুন পাশের একটি নারকেল তেল কারখানায় ছড়িয়ে পড়ে। প্রবল হাওয়া চলার ফলে দ্রুত আগুন আশেপাশের কারখানাগুলোতে ছড়িয়ে পড়ে। কিভাবে আগুন লাগলো তা এখনো সঠিক বলা যাচ্ছে না। আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও এখনো পর্যন্ত তা সম্পূর্ণ নেভেনি।
Post A Comment:
0 comments so far,add yours