আন্তঃরাজ্য অস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে যোগ, বসিরহাটকাণ্ডে নয়া মোড়
৬ মিনিটেই দশ লক্ষ…, বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন হার্দিক পান্ডিয়া!
হুমায়ুন কবীরকে শোকজ নোটিস, ২৪ ঘণ্টার মধ্যে জবাব তলব, মমতার বার্তা সিদ্দিকুল্লাকে
সুস্বাস্থ্যের পঞ্চায়েত গড়ার উদ্যোগ নিল ঘোড়ামারা
অধ্যক্ষ বিমানের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে বিজেপি’, কেন বললেন শুভেন্দু?
ফের সহরে অগ্নিকাণ্ড। বেলেঘাটা ডিসি অফিসে আজ হঠাত্ আগুন লাগে। ওই অফিসের দ্বিতীয় তলা থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা। তারপরই দমকলকে খবর দেওয়া হয়। দ্বিতীয় তল থেকে আগুন ছড়িয়ে পড়ে বেশ কয়েকটি জায়গায়। ঘটনা স্থলে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন। দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নথি পুড়ে যায় বলে জানা গেছে। আগুন লাগার সময় ওই এলাকা দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। গতকালই মহেশতলা বিধ্বংসী আগুন লেগে আহত হয়েছিলেন বেশ কয়েকজন। আজ ফের শহরে অগ্নিকাণ্ড। তবে ডিসি অফিসে আগুন লাগার ঘটনায় হতাহতের কোনো খবর নেই। তবে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। প্রায় আধ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঠিক সময় মত দমকলের কর্মীরা আশায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়। পুলিশের প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। তবে কী কারণে হঠাত্ এই আগুন লেগে ছিলো তা খতিয়ে দেখছে পুলিশ।
Post A Comment:
0 comments so far,add yours