শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার গ্রেপ্তার হওয়ার ঘটনা বর্তমানে দেশের শোবিজে অন্যতম একটি বড় খবর। মুম্বাই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে পর্নোগ্রাফি বাণিজ্যের সঙ্গে সরাসরি যুক্ত থাকার অভিযোগে।দেশের শোবিজকে বিষয়টি বেশ কড়া সমালোচনায় ফেলে দিয়েছে।

মুম্বাই পুলিশ বলেছে, 'রাজের বেশ বড় একটি ভূমিকা তারা টের পেয়েছে দেশের পর্নোগ্রাফি বাণিজ্যে।মূল ষড়যন্ত্রকারীদের মধ্যে তিনি একজন এই বাণিজ্য বিস্তার করাতে। বেশ শক্ত পোক্ত প্রমাণ আছে এ ব্যাপারে পুলিশের কাছে।

আরও জানা যায়, রাজের ব্যাপারে সকল অভিযোগে নিশ্চিত তারা এখন অব্দি। এখন অব্দি ২০ লাখ সাবস্ক্রাইবার পাওয়া গিয়েছে রাজের অ্যাপস হটসটে।


বছর শেষে পর্ন নিয়ে বেশ বড় একটি পরিকল্পনা ছিল তার জানা যায় অ্যাপটির বেশকিছু চ্যাট থেকে।

১১৯টি অ্যাডাল্ট ফিল্মের জন্য প্রায় ১.২ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তিও করেছিলেন তিনি।

এদিকে রাজের সঙ্গে সর্বশেষ কিছুদিন সংবাদের শিরোনাম হয়েছেন শিল্পা শেঠি নিজেও। পুলিশের সন্দেহজনক তালিকায় থাকায় ইতিমধ্যে তাদের ছায়াতলে চলে গিয়েছেন তিনি। রাজের এই ব্যবসার সঙ্গে তিনিও জড়িত ছিলেন বলে বিশ্বাস করছেন অনেকেই।

এছাড়াও বেশ কিছুদিন আগে ভিয়ান কোম্পানির পরিচালক পরিষদ থেকেও অব্যাহতি নেন এই বলিউড তারকা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours