লিপিকার ‘ধনুক ভাঙা পণে’ জল ঢাললেন ফিরহাদ, খুশি এলাকাবাসীরা
এই বয়সেও রেহাই নেই! ৭৬-এর লালুকে নিয়োগ-দুর্নীতি মামলায় তলব ইডির
সুনীতাদের ফেরাতে বড় ভূমিকা মাস্কের, স্পেসএক্সের কর্ণধারকে ধন্যবাদ ২ মহাকাশচারীর
হার মানবে বন্দে ভারত, এভাবেই লুপের ভিতর দিয়ে হাইস্পিডে পৌঁছে যাবেন, ভিডিয়ো প্রকাশ রেলমন্ত্রীর
শিয়ালদহ ডিভিশনের নতুন পদক্ষেপে বাঁচবে সময়, কমছে খরচ
হরিদেবপুরের পর এবার বারাসত থেকে গ্রেফতার সন্দেহভাজন জেএমবি জঙ্গি। ধৃত লালু সেন ওরফে রাহুলের সঙ্গে জেএমবি জঙ্গি নাজিউরের যোগসাজশ ছিল বলে তদন্তে উঠে এসেছে। হরিদেবপুরে ধৃত জঙ্গিদের জেরা করে রাহুলের খোঁজ মেলে।
বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় ৯ মত্স্যজীবীর দেহ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ একজন। গতকাল মাঝরাতে দুর্ঘটনাগ্রস্ত ট্রলারটি উদ্ধার করে ফ্রেজারগঞ্জে নিয়ে আসা হয়। বুধবার রাতভর তল্লাশির পর ট্রলারের ভিতর থেকে ৯ জনের দেহ উদ্ধার হয়। রাতেই উদ্ধারকাজ খতিয়ে দেখতে ফ্রেজারগঞ্জে যান সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরা এবং সুন্দরবন পুলিশ সুপার।
দিঘার পর এবার শৈলশহর তথা বাঙালির প্রিয় ভ্রমণ স্থান দার্জিলিংয়েও পর্যটকদের জন্য একাধিক বিধিনিষেধ জারি হল। ভ্যাকসিনের জোড়া ডোজ নেওয়া থাকতে হবে নাহলে ৭২ ঘণ্টার মধ্যে আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট থাকলে তবেই পাহাড়ে প্রবেশেধিকার মিলবে, নির্দেশ জেলাশাসকের।
তিন দিন পর কলকাতায় ফের বাড়ল জ্বালানির দাম। লিটারে ৩৯ পয়সা বেড়ে শহরে পেট্রলের দাম হল ১০১ টাকা ৭৪ পয়সা। ডিজেলে লিটারপ্রতি ২১ টাকা বেড়ে নয়া দাম হল ৯৩ টাকা ২ পয়সা।
রাজ্যের করোনা পরিস্থিতি এখন কিছুটা নিয়ন্ত্রণে। তবুও কোন ঝুঁকি নিতে চাইছে না রাজ্যের শাসক শিবির। এবারও 'শহিদ দিবস' ২১ জুলাই ভার্চুয়ালি করবে তৃণমূল। কিন্তু তাতেও থাকছে চমক। একুশের সমাবেশ এবার ভার্চুয়ালি দেশজুড়ে ছড়িয়ে দিতে চাইছে তৃণমূল। দলনেত্রীর বার্তা দেশের সব প্রান্তে ছড়িয়ে দিতে কৌশল নিয়েছে রাজ্যের শাসকদল।
হরিদেবপুরের পর এবার বারাসত থেকে গ্রেফতার সন্দেহভাজন জেএমবি জঙ্গি। ধৃত লালু সেন ওরফে রাহুলের সঙ্গে জেএমবি জঙ্গি নাজিউরের যোগসাজশ ছিল বলে তদন্তে উঠে এসেছে। হরিদেবপুরে ধৃত জঙ্গিদের জেরা করে রাহুলের খোঁজ মেলে।
কাঁধে বাঁক নিয়ে এবছর ঢোকা নিষেধ তারকেশ্বরে। করোনা অতিমারীর আবহে শ্রাবণী মেলা উপলক্ষে বাঁকযাত্রার আয়োজন বাতিল করেছে মন্দির কর্তৃপক্ষ। একথা জানিয়েছেন, তারকেশ্বর মন্দিরের মঠাধীশ দণ্ডী স্বামী সুরেশ্বর আশ্রম মহন্ত মহারাজ। তবে পুণ্যার্থীদের জন্য খোলা থাকবে মন্দির।
তিন দিন পর কলকাতায় ফের বাড়ল জ্বালানির দাম। লিটারে ৩৯ পয়সা বেড়ে শহরে পেট্রলের দাম হল ১০১ টাকা ৭৪ পয়সা। ডিজেলে লিটারপ্রতি ২১ টাকা বেড়ে নয়া দাম হল ৯৩ টাকা ২ পয়সা।
দিঘার পর এবার শৈলশহর তথা বাঙালির প্রিয় ভ্রমণ স্থান দার্জিলিংয়েও পর্যটকদের জন্য একাধিক বিধিনিষেধ জারি হল। ভ্যাকসিনের জোড়া ডোজ নেওয়া থাকতে হবে নাহলে ৭২ ঘণ্টার মধ্যে আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট থাকলে তবেই পাহাড়ে প্রবেশেধিকার মিলবে, নির্দেশ জেলাশাসকের।
বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় ৯ মত্স্যজীবীর দেহ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ একজন। গতকাল মাঝরাতে দুর্ঘটনাগ্রস্ত ট্রলারটি উদ্ধার করে ফ্রেজারগঞ্জে নিয়ে আসা হয়। বুধবার রাতভর তল্লাশির পর ট্রলারের ভিতর থেকে ৯ জনের দেহ উদ্ধার হয়। রাতেই উদ্ধারকাজ খতিয়ে দেখতে ফ্রেজারগঞ্জে যান সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরা এবং সুন্দরবন পুলিশ সুপার।
Post A Comment:
0 comments so far,add yours