রবিবার সকালে রেল লাইনের ধার থেকে উদ্ধার হয় এক প্রবীণ নাগরিকের মৃতদেহ। আর সেই মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মৃত ব্যক্তির নাম সুশান্ত বন্দ্যোপাধ্যায় (৭৯)। বাড়ি জয়নগর থানার দক্ষিণ বারাসাত গ্রাম পঞ্চায়েতের বেলিয়াডাঙা গ্রামে।
তিনি ছিলেন বারুইপুর ভূমি রাজস্ব দফতরের প্রাক্তন কর্মী। রবিবার সকালে দক্ষিণ বারাসাত স্টেশন সংলগ্ন কলেজের সামনের রেললাইনের পাশ থেকে উদ্ধার হয় দেহটি।
দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় বারুইপুর জিআরপি। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই ব্যক্তি কী ভাবে, কখন বাড়ি থেকে বেরিয়েছিলেন, সে বিষয়গুলি স্পষ্ট নয় তাঁর বাড়ির সদস্যদের কাছে।
আর তাতেই এই মৃত্যুকে ঘিরে রহস্য দানা বাঁধছে।
পুলিশ এই ঘটনার তদন্তে নেমে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
Post A Comment:
0 comments so far,add yours