হাবড়ায় নকল অ্যাসিড তৈরির কারখানায় হানা দিল জেলারএনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। সঙ্গে ছিল হাবড়া থানার পুলিশ। এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অপরাধে এক জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, কয়েক মাস আগে এই নকল কারখানা গড়ে উঠেছিল হাবড়া পুর এলাকায়। শনিবার হাবড়া থানার পুলিশকে সঙ্গে নিয়ে জেলার এনফোর্সমেন্ট ব্রাঞ্চ হানা দেয় সেখানে।


কারখানা থেকে প্রচুর নকল অ্যাসিডের শিশি উদ্ধার করে পুলিশ। উদ্ধার করা হয় প্রচুর বেআইনি অ্যাসিড তৈরির সামগ্রীও।

কিছু দিন আগেই উত্তর ২৪ পরগনা জেলার এনফোর্সমেন্ট ব্রাঞ্চ নকল জলের কারখানার খোঁজ পেয়েছিল। মধ্যমগ্রামের বসুনগর-বারাসত নবপল্লি এলাকায় দু'টি নকল জলের কারখানা বন্ধ করে দেয় তারা। এ বার খোঁজ পাওয়া গেল নকল অ্যাসিডের কারখানার।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours