শ্রেয়স লাকি চার্ম… IPL শুরুর আগে PBKS ক্যাপ্টেনকে কে দিলেন দরাজ সার্টিফিকেট?
রোহিতকেই দায়িত্ব নিতে হবে… হঠাৎ এ কথা কেন বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়?
ভেঙ্কটেশের জায়গা নয় নিরাপদ, ক্যাপ্টেন রাহানের জমানায় KKR-এ বড় বদল!
লুকিয়ে লুকিয়ে সীমান্তে চলছিল ‘খেলা’, দেখা মাত্রই বাধা BSF-র! শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হল বাংলাদেশি সেনা
দেশের প্রতিটি জওয়ানের মাথার উপরে উড়বে ড্রোন, যুদ্ধ জয়ে নয়া কৌশল ভারতের
ঈদের দিনে বিদ্যুত্পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো এক স্কুল ছাত্রের। এই দুঃখজনক ঘটনাটি ঘটে হাওড়ার চওড়া বস্তিতে । একটি জলের পাইপে হাত দিতেই বিদ্যুত্ পৃষ্ট হয়, স্থানীয় বাসিন্দা ১৭ বছরের আরমানের । পরে তাকে এলাকার বাসিন্দারা হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আনন্দের দিনে এলাকায় তরতাজা যুবকের মৃত্যুর খবরে বাকরুদ্ধ হয়ে পড়েন এলাকার সকল বাসিন্দা।
Post A Comment:
0 comments so far,add yours