বর্ধমান: বিয়েবাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু মা, ছেলে-সহ তিনজনের। বৃহস্পতিবার সকালে পূর্ব বর্ধমানের মেমারির কালনা-দেবীপুর রোডের পলতা গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় গুরুতর জখম আরও ১১ জন। তাঁরা সকলেই হাসপাতালে চিকিত্সাধীন।
জানা গিয়েছে, বৃহস্পতিবার খুব ভোরে একটি ট্রাক্টর করে আদিবাসী সম্প্রদায়ের প্রায় ১৪-১৫ জন একটি বিয়েবাড়ি থেকে ফিরছিলেন। সেই সময় কালনা-দেবীপুর রাস্তায় পলতা গ্রামের কাছে উলটো দিক থেকে আসা একটি পণ্যবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটিকে ধাক্কা মারে। ট্রাক্টরটি উলটে যায়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই এক মহিলার মৃত্যু হয়। পরে অনাময় হাসপাতালে আরও দু'জনের মৃত্যু হয়েছে।
এই দুর্ঘটনায় জখম ১১ জন। মেমারী থানার পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। তাঁদের প্রথমে মেমারী হাসপাতাল ও পরে বর্ধমানের অনাময় হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতালে চিকিত্সাধীন প্রত্যেকে। পুলিশ দু'টি গাড়ি বাজেয়াপ্ত করেছে। চালকদেরও আটক করা হয়েছে।
Post A Comment:
0 comments so far,add yours