আগামী মাস থেকেই রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া শুরু করতে হবে, উপাচার্যদের সঙ্গে বৈঠকে এদিন এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেছেন ২ আগস্ট থেকে ভর্তি প্রক্রিয়া শুরু করতে হবে। ৩১ আগস্টের মধ্যেই যেন তা সম্পন্ন হয় সেদিকে নজর দিতে হবে। কীভাবে হবে স্নাতক স্তরে পড়ুয়াদের ভর্তি? সূত্রের খবর, বোর্ডের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই ভর্তি নেওয়ার পক্ষে সওয়াল করেছেন শিক্ষামন্ত্রী। তবে প্রেসিডেন্সির মতো কিছু বিশ্ববিদ্যালয় পরীক্ষা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। দু-এক দিনের মধ্যে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। এছাড়া পড়ুয়াদের অনলাইনে ভর্তির সময় কোনও অ্যাপলিকেশন ফি না নেওয়ার অনুরোধ করেছেন ব্রাত্য বসু। অক্টোবরের মধ্যেই স্নাতক স্তরের ক্লাস শুরু হয়ে যাবে। স্নাতকোত্তর স্তরে পড়ুয়াদের ভর্তি প্রক্রিয়া শুরু হবে সেপ্টেম্বর মাসে। গোটা মাস ধরে তা চলবে। অক্টোবরের শেষ সপ্তাহ নাগাদ স্নাতকোত্তর স্তরের ক্লাস

চালু হয়ে যাবে বলে খবর। তবে স্নাতক হোক বা স্নাতকোত্তর, ক্লাস অনলাইন হবে নাকি অফলাইন তা নির্ভর করবে তত্‍কালীন পরিস্থিতির উপর। এদিন শিক্ষামন্ত্রীর বৈঠকে উপস্থিত ছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি তথা বারাসাত রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহুয়া দাস। তাঁকে শিক্ষামন্ত্রী জানান, আগামী ২৬ জুলাইয়ের মধ্যেই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করতে হবে। যাতে তার ভিত্তিতে আগস্ট থেকেই শুরু করা যায় স্নাতকের ভর্তি প্রক্রিয়া। প্রসঙ্গান্তরে এদিন শিক্ষামন্ত্রী আরও জানান রাজ্যে মমতা সরকারের নতুন প্রকল্প স্টুডেন্টস ক্রেডিট কার্ডের জন্য ইতিমধ্যে মোট ১৯ হাজার আবেদন জমা পড়েছে। পড়ুয়াদের এই উত্‍সাহে সরকার খুশি।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours